www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাগ উঠেছৈ

কালকে কুকুর নিয়ে কিছু একটা লিখব।আমার হোস্টেলের সুইট, কিউট, ভদ্র ,শান্ত কুকুরটা প্রেগন্যান্ট বলে ওয়ার্ডেনরা মিলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিসে। যারা এমনটা করসে revenge of nature এর rule এ তাদেরকেও যাতে কেউ না কেউ একদিন প্রেগন্যান্ট অবস্থায় রাস্তায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। মানুষের পেটে বাচ্চা আসলে মানুষের বাচ্চা জন্ম দিলে মানুষের কষ্ট হয়।একটা গর্ভবতী মহিলাকে সরকার পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি দেয় যেখানে মানুষের জীবনধারণের জন্য প্রকৃতির সাথে যুদ্ধ করে বাঁচতে হয় না। আর কুকুরের তো ব্যথা নাই ওরা তো রক্ত মাংসের প্রাণী না ওদের তো মন ব্যথা যন্ত্রণা বলতে কিছুই নাই তাই না?
মজার ব্যাপার হচ্ছে সমাজের এসকল মানুষগুলোই ফেসবুকে স্ট্যাটাস দেয় love for animal. আসছে সমাজের উচ্চ পদে থাকা ভন্ড ‌kindness আর humanity দেখিয়ে attention seeker বক ধার্মিকেরা ।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ২৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০১/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast