লেখা
নাইবা লিখলাম পাঠকমনকে আকর্ষণ করার জন্য। নির্মল মন না হয় তার নিজের তরঙ্গেই চলুক। নির্মলতার যন্ত্র কখনো খুশি থাকে কখনো দুঃখ পায় কখনো ভীষণ নিরপেক্ষ সাম্যাবস্থায় থাকে। উপলব্ধি আর অনুভবের এই যে গতিবিধি তা শব্দের সংস্পর্শে হয়ে ওঠে কবিতা। না হয় ভিন্ন ভিন্ন কম্পাঙ্কের তরঙ্গ শুধু সৃষ্টি হওয়ার জন্যই শব্দের সাহায্য নিল।নাইবা থাকুক এ জন্মের কোনো পার্থিব উদ্দেশ্যগত অর্থ।না হয় শুধু জানান দিল পৃথিবীকে আমি জন্মেছি,আমার অস্তিত্ব হয়েছে । আত্ম অস্তিত্বের এই স্বীকৃতিতেই না হয় তৃপ্ত হোক একেকটা সৃজন ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৫/০১/২০২৩বেশ ভাবনা।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/০১/২০২৩বেশ!