এসো ভাবি আরেকটু🤔🤔
কিন্তু অশুদ্ধ অশান্ত মন থেকে প্রজ্ঞার জন্ম হয় না। মনের জমিন শক্তিশালী না হলে বাকি চারটি ইন্দ্রিয়ের ভারসাম্য নষ্ট হয়। যোগ্যতা ,অর্থ ,মজা, অহংকার আর সঙ্গের ইচ্ছা জীবনে চিরস্থায়ী নয়। শিক্ষার উদ্দেশ্য যদি এসবের অনুগামী হয় তবে তা ব্যক্তিসত্তার শান্তির চেয়ে অশান্তিই বয়ে আনবে বেশি। সৎকর্ম আর প্রজ্ঞার সাথে পার্থিব বিষয়াদির তুলনা চলে না। মানুষের স্বাধীন ইচ্ছার উপর তার জীবন নির্ধারিত হয়। যদি মানব অস্তিত্বের নিগুড় সম্ভাবনাকে আমরা লোভ , যোগ্যতার অহংকার অর্জনের দিকে ধাবিত করি তার অভিশাপ যেমন আমাদের সেভাবে যদি সেই সম্ভাবনাকে আমরা ব্যক্তির জীবনের সঠিক প্রবৃত্তির প্রতি ধাবিত করি সে আশীর্বাদ ও আমাদের। অসুস্থ সত্তা আর দশটা অসুস্থ সত্তাকে রোগমুক্ত করতে পারে না। সমাজকে পথ প্রদর্শন করার ইচ্ছার সাথে সাথে ব্যক্তির দায়িত্ব নিজের পাঁচটি ইন্দ্রিয়কে সর্বদা রক্ষণাবেক্ষণ করার ক্ষমতা রাখা ।🙂
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৪/০১/২০২৩সুন্দর ভাবনার প্রকাশ।
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০১/২০২৩ভাল।