খাদ্য
তিড়িং বিড়িং করছে ফড়িং
নেড়ে খোড়া ঠ্যাং
খপাত করে অমনি ধ'রে
গালে পুরলো ব্যাং।
সেখান দিয়ে জমিন বেয়ে
যাচ্ছিলো এক সর্প
বললো বুঝি দেখবো আজি
কেমন তোমার দর্প।
সাপটি তারে কদর করে
ধরলো যখন বেশ
বাঁচাও আমায় আছো কে কোথায়
চেঁচিয়ে হলো শেষ।
তার মুখ থেকে বাঁচায় তাকে
আছে কার সাধ্য?
আল্লাহর দুনিয়াই সৃষ্ট সবাই
এক অপরের খাদ্য।
রচনাকাল : ২৫.০৯.১৯৯৬ খ্রিঃ
নেড়ে খোড়া ঠ্যাং
খপাত করে অমনি ধ'রে
গালে পুরলো ব্যাং।
সেখান দিয়ে জমিন বেয়ে
যাচ্ছিলো এক সর্প
বললো বুঝি দেখবো আজি
কেমন তোমার দর্প।
সাপটি তারে কদর করে
ধরলো যখন বেশ
বাঁচাও আমায় আছো কে কোথায়
চেঁচিয়ে হলো শেষ।
তার মুখ থেকে বাঁচায় তাকে
আছে কার সাধ্য?
আল্লাহর দুনিয়াই সৃষ্ট সবাই
এক অপরের খাদ্য।
রচনাকাল : ২৫.০৯.১৯৯৬ খ্রিঃ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনন্দ মোহন বিশ্বাস ১০/০৪/২০১৫মজার লেখা !
-
পিয়ালী দত্ত ০৯/০৪/২০১৫বেশ ভাল
-
সবুজ আহমেদ কক্স ০৯/০৪/২০১৫মুগ্ধকর
-
সাইদুর রহমান ০৯/০৪/২০১৫বাহ বরাবরের মতই সুন্দর।
কেমন আছেন, আমীন ভাই ?
শুভ কামনা রইলো। -
স্বপন রোজারিও(১) ০৯/০৪/২০১৫সুন্দর।