ওরা
অল্পতেই লজ্জা পায়
অল্পতেই হাসে
অল্প খানিক মধুর কথায়
অনেক কাছে আসে।
অল্পতেই আনন্দ পায়
অল্পতেই মন গলে
অল্পতেই দুচোখ ওদের
ভরে অশ্রু জলে।
অল্পতেই বড় হয়
অল্পতেই মরে
অল্পতেই আপন হয়
সব মানুষের ঘরে।
অল্পতেই পর হয়
অল্প হয় জ্ঞানী
অল্পেই ওদের ফাঁদে পড়ে
বাদশাহ-ফকির-ধ্যানী।
অল্পতেই দুঃখ পাই
অল্পতেই সুখ
অল্প খানিক সুখের হাওয়ায়
ভরে ওদের বুক।
রচনা : ০৬.০৮.১৯৯৮ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ
অল্পতেই হাসে
অল্প খানিক মধুর কথায়
অনেক কাছে আসে।
অল্পতেই আনন্দ পায়
অল্পতেই মন গলে
অল্পতেই দুচোখ ওদের
ভরে অশ্রু জলে।
অল্পতেই বড় হয়
অল্পতেই মরে
অল্পতেই আপন হয়
সব মানুষের ঘরে।
অল্পতেই পর হয়
অল্প হয় জ্ঞানী
অল্পেই ওদের ফাঁদে পড়ে
বাদশাহ-ফকির-ধ্যানী।
অল্পতেই দুঃখ পাই
অল্পতেই সুখ
অল্প খানিক সুখের হাওয়ায়
ভরে ওদের বুক।
রচনা : ০৬.০৮.১৯৯৮ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৩/০২/২০১৫অল্পতেই ভালো লেগে গেলো..................
-
রক্তিম ০৩/০২/২০১৫তবু ও বসন্ত আসে তবু বসন্ত থাকে অবুঝ মন ফাগের রং মাখে ।
-
সবুজ আহমেদ কক্স ০৩/০২/২০১৫এক কথায় অসাধারণ লিখা ............।।ফাইণ
-
স্বপন রোজারিও(১) ০৩/০২/২০১৫সুন্দর। যেমন অল্প-স্বল্প-গল্প।