www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ওরাই মহৎজন

মানুষের মুখের ভেতর ওই মুখটি খাসা
কাঁধে লাঙ্গল-জোয়াল সে আমার দেশের চাষা।
সব মানুষের মুখের ভেতর ওই মুখটি হাসে
দেখলেই মনে হয় পানিতে শাপলা ভাসে।

কচি ধানের মায়া জড়ানো, ওইটি চাষার মুখ
দেখলে পরে নেত্র জুড়ায়, খুশিতে ভরে বুক।
সে যে আমার দেশের সাধক, আমার দেশের ধন
অঙ্গ ওদের কলো হলেও সাদা-সিদে মন।

ঝড়-বৃষ্টি-রোদ-দুপুরে ওদের নেইকো অবসান
শত কষ্ট করেও ওদের হাসি-খুশি ভরা প্রাণ।
মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায় ওরা
তবুও মুখটিতে ভাই সদাই খুশি ভরা।

দালান-কোঠা নেইকো ওদের কুড়ে ঘরে বাস
খেজুর পাতার মাদুরে শুয়ে মেটায় মনের আশ।
কে বলে ওরা গরীব, কে বলে নির্ধন?
ওদের কাছে সবাই ঋণী, ওরাই মহৎ জন।

রচনা : ১২.০২.১৯৯৬ খ্রিঃ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চিরন্তন ০২/০২/২০১৫
    কবিতার দৃশ্যময়তা খুব ভাল লাগল। । 😊
  • অনিন্দ্য কবিতা। মুগ্ধ হয়ে পড়লাম। এরকম বোধের কবিতা ছেলে বেলায় পড়েছিলাম। আপনার লেখায়ও কৃষাণের মানবিক জীবনের মহত্ত্ব চমৎকার ভাবে ফুটে উঠেছে। ভালোলাগা রইলো।
    • কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হলাম
      সুন্দর মন্তব্যের জন্য প্রাণ উজাড় করা ভালবাসা রইল
      ভাল থাকুন, শুভকামনা আপনার জন্য।
  • এই ধরনের কবিতা আমার খুবই প্রিয়। অসাধারণ।
  • ০১/০২/২০১৫
    দারুণ লেখা ।
    শুভেচ্ছা রইল ।
  • শ্রাবনের মেঘ ০১/০২/২০১৫
    সুন্দর হইছে কবি
  • সবুজ আহমেদ কক্স ০১/০২/২০১৫
    অনেক সুন্দর ...............।।
  • সবুজ আহমেদ কক্স ০১/০২/২০১৫
    মুগ্ধ হলাম ......।।কবি মুহাম্মদ রুহুল আমীন
  • চাষারাই আসলে মহৎ। তাদের মনে কোন অহংকার নেই।
  • ফিরোজ মানিক ০১/০২/২০১৫
    কৃষক আমাদের শিঁকড়, আমরা যে যতো বড়ই হইনা কেন আমাদের মূলে রয়েছে কৃষক। শুভেচ্ছা নিবেন কবি।
 
Quantcast