ওরাই মহৎজন
মানুষের মুখের ভেতর ওই মুখটি খাসা
কাঁধে লাঙ্গল-জোয়াল সে আমার দেশের চাষা।
সব মানুষের মুখের ভেতর ওই মুখটি হাসে
দেখলেই মনে হয় পানিতে শাপলা ভাসে।
কচি ধানের মায়া জড়ানো, ওইটি চাষার মুখ
দেখলে পরে নেত্র জুড়ায়, খুশিতে ভরে বুক।
সে যে আমার দেশের সাধক, আমার দেশের ধন
অঙ্গ ওদের কলো হলেও সাদা-সিদে মন।
ঝড়-বৃষ্টি-রোদ-দুপুরে ওদের নেইকো অবসান
শত কষ্ট করেও ওদের হাসি-খুশি ভরা প্রাণ।
মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায় ওরা
তবুও মুখটিতে ভাই সদাই খুশি ভরা।
দালান-কোঠা নেইকো ওদের কুড়ে ঘরে বাস
খেজুর পাতার মাদুরে শুয়ে মেটায় মনের আশ।
কে বলে ওরা গরীব, কে বলে নির্ধন?
ওদের কাছে সবাই ঋণী, ওরাই মহৎ জন।
রচনা : ১২.০২.১৯৯৬ খ্রিঃ
কাঁধে লাঙ্গল-জোয়াল সে আমার দেশের চাষা।
সব মানুষের মুখের ভেতর ওই মুখটি হাসে
দেখলেই মনে হয় পানিতে শাপলা ভাসে।
কচি ধানের মায়া জড়ানো, ওইটি চাষার মুখ
দেখলে পরে নেত্র জুড়ায়, খুশিতে ভরে বুক।
সে যে আমার দেশের সাধক, আমার দেশের ধন
অঙ্গ ওদের কলো হলেও সাদা-সিদে মন।
ঝড়-বৃষ্টি-রোদ-দুপুরে ওদের নেইকো অবসান
শত কষ্ট করেও ওদের হাসি-খুশি ভরা প্রাণ।
মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায় ওরা
তবুও মুখটিতে ভাই সদাই খুশি ভরা।
দালান-কোঠা নেইকো ওদের কুড়ে ঘরে বাস
খেজুর পাতার মাদুরে শুয়ে মেটায় মনের আশ।
কে বলে ওরা গরীব, কে বলে নির্ধন?
ওদের কাছে সবাই ঋণী, ওরাই মহৎ জন।
রচনা : ১২.০২.১৯৯৬ খ্রিঃ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
চিরন্তন ০২/০২/২০১৫কবিতার দৃশ্যময়তা খুব ভাল লাগল। । 😊
-
কৌশিক আজাদ প্রণয় ০২/০২/২০১৫অনিন্দ্য কবিতা। মুগ্ধ হয়ে পড়লাম। এরকম বোধের কবিতা ছেলে বেলায় পড়েছিলাম। আপনার লেখায়ও কৃষাণের মানবিক জীবনের মহত্ত্ব চমৎকার ভাবে ফুটে উঠেছে। ভালোলাগা রইলো।
-
নূরুল ইসলাম সাইফুল ০২/০২/২০১৫এই ধরনের কবিতা আমার খুবই প্রিয়। অসাধারণ।
-
অ ০১/০২/২০১৫দারুণ লেখা ।
শুভেচ্ছা রইল । -
শ্রাবনের মেঘ ০১/০২/২০১৫সুন্দর হইছে কবি
-
সবুজ আহমেদ কক্স ০১/০২/২০১৫অনেক সুন্দর ...............।।
-
সবুজ আহমেদ কক্স ০১/০২/২০১৫মুগ্ধ হলাম ......।।কবি মুহাম্মদ রুহুল আমীন
-
স্বপন রোজারিও(১) ০১/০২/২০১৫চাষারাই আসলে মহৎ। তাদের মনে কোন অহংকার নেই।
-
ফিরোজ মানিক ০১/০২/২০১৫কৃষক আমাদের শিঁকড়, আমরা যে যতো বড়ই হইনা কেন আমাদের মূলে রয়েছে কৃষক। শুভেচ্ছা নিবেন কবি।