উপমা
তুমি কবিতার শিরোনাম, বর্ণ, শব্দ ও বাক্য
আমার টেবিল, কলম, খাতা দেয় তারই সাক্ষ্য।
তুমি কবিতার ভাষা, অন্ত, ছন্দ, কলম ও কালি
বিরহের রাতে আকাশের কোণে চাঁদ একফালি।
তুমি কবিতার স্তবক, লাইন, মাত্রা, দাড়ি ও কমা
কবিতার মিত্রাক্ষর চিরদিন তোমাতেই আছে জমা।
তুমি খুঁজে ফেরা পঙক্তি, ভাবনার মরু মাঠ
শিল্পীর চিত্রপটে প্রজ্জ্বলিত নানা রঙের আর্ট।
তুমি কবিতার রসদ, সামগ্রী, গীতিকারের গান
সুরকারের সুরের দোলা, ছন্দের উপাদান।
তুমি সকল কবিতার উৎস্য, গুল্ম-লতা-নির্ঝরণী
তুমি কবির মনের প্রান্তরে বিচরিত চঞ্চলা হরিণী।
রচনা : ২৩.০৩.২০০৭ খ্রিঃ
কাব্যগ্রন্থ : 'প্রথম বসন্তে ফোটা ফুল'
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ
আমার টেবিল, কলম, খাতা দেয় তারই সাক্ষ্য।
তুমি কবিতার ভাষা, অন্ত, ছন্দ, কলম ও কালি
বিরহের রাতে আকাশের কোণে চাঁদ একফালি।
তুমি কবিতার স্তবক, লাইন, মাত্রা, দাড়ি ও কমা
কবিতার মিত্রাক্ষর চিরদিন তোমাতেই আছে জমা।
তুমি খুঁজে ফেরা পঙক্তি, ভাবনার মরু মাঠ
শিল্পীর চিত্রপটে প্রজ্জ্বলিত নানা রঙের আর্ট।
তুমি কবিতার রসদ, সামগ্রী, গীতিকারের গান
সুরকারের সুরের দোলা, ছন্দের উপাদান।
তুমি সকল কবিতার উৎস্য, গুল্ম-লতা-নির্ঝরণী
তুমি কবির মনের প্রান্তরে বিচরিত চঞ্চলা হরিণী।
রচনা : ২৩.০৩.২০০৭ খ্রিঃ
কাব্যগ্রন্থ : 'প্রথম বসন্তে ফোটা ফুল'
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ০১/০২/২০১৫ভালো ......।মুগ্ধ...হলাম
-
স্বপন রোজারিও(১) ৩১/০১/২০১৫তোমার উপমা তুমি।
-
শ্রাবনের মেঘ ৩১/০১/২০১৫অসাধারন
-
সাইদুর রহমান ৩১/০১/২০১৫বাহ দারুণ লিখেছেন।
কেমন আছেন ?
শুভেচ্ছা নিবেন। -
ফিরোজ মানিক ৩১/০১/২০১৫আপনি কবি, প্রেমের কবি, ছন্দের কবি, উপমার কবি, ভালোবাসার কবি, রসের কবি, রূপের কবি। দারুণ.............
-
সবুজ আহমেদ কক্স ৩১/০১/২০১৫valo@@@
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ৩১/০১/২০১৫তুমি শুধুই তুমি। বাহ খুব ভালো লিখেছেন।