প্রত্যাবর্তন
করতলে নেমেছিলো চাঁদখানা
পূর্ণ অবয়ব নিয়ে, নয়তো আধখানা।
ঘুমন্ত পৃথিবীতে তুমি ছিলে একা জাগ্রত
পারনিতো চিনে নিতে, হৃদয়ে করে গেছো ক্ষত।
অহংকারী মন ভেবেছিলো ভাঙা থালা
শুধু নিজের ভেতরে তার পালাবার পালা।
জাগ্রত পৃথিবীতে তুমি আছো ভাবনার ঘুমে
পেছনে তার প্রত্যাবর্তন, তুমি পড়ে আছো ভূমে।
রচনা : ১৫.০৭.২০০৬ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ
পূর্ণ অবয়ব নিয়ে, নয়তো আধখানা।
ঘুমন্ত পৃথিবীতে তুমি ছিলে একা জাগ্রত
পারনিতো চিনে নিতে, হৃদয়ে করে গেছো ক্ষত।
অহংকারী মন ভেবেছিলো ভাঙা থালা
শুধু নিজের ভেতরে তার পালাবার পালা।
জাগ্রত পৃথিবীতে তুমি আছো ভাবনার ঘুমে
পেছনে তার প্রত্যাবর্তন, তুমি পড়ে আছো ভূমে।
রচনা : ১৫.০৭.২০০৬ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ৩০/০১/২০১৫অসাধারন
-
সবুজ আহমেদ কক্স ৩০/০১/২০১৫প্রিয়তে রাখলাম .........।।কবি মু, রুহুর আমীন ভাই
লিখা অসাধারণ ..................।অনেক ভাল লাগলো -
শ্রাবনের মেঘ ৩০/০১/২০১৫ভাল লাগল
-
হাসান ইমতি ৩০/০১/২০১৫ভালো লাগলো ...
-
রক্তিম ৩০/০১/২০১৫বেশ কয়েকবার পরলাম । ভীষন ভালো লাগলো ।
-
ফিরোজ মানিক ৩০/০১/২০১৫দারুণ অন্তমিল, দারুণ কাব্যিকতা। ভাল লাগলো।