অতল কথন
আমার বাহির দেখে বুঝবে নাগো কান্না-হাসি
হৃদয়ে ঝরে শিশির, কখনো বাজে করুণ বাঁশি।
ওগো সেই শিশিরে জন্মে কতো সবুজ তৃণ
সেকথা কেউ জানবে নাতো কোনো দিনও।
তোমায় নিয়ে কাব্য লেখি নিদ্রা জাগি
মূল্য তোমার দেবার আছে অনুরাগী?
শান্ত ভাবো? শান্ত নহে, তুফান বহে হৃদয় মাঝে
স্বরূপ আমার দেখবে না কল্পনাতেও সকাল-সাঝে।
ফুলের মতো ছাড়িবো সুবাস তবুও তুমি খুঁজবে নাকো
তোমার নিশাস পড়বে মোর বুকে, তবুও বুঝবে নাকো!
হৃদয়টা বাঁধ ভাঙা এক নদীর জোয়ার
জান সেথা খুলেছি নতুন স্বপ্ন দুয়ার?
ওগো তোমা বিনা শুন্য সেথা অভিমানী
স্বপ্ন দেখা স্বার্থক হবে চোখের কাছে চক্ষু আনি।
রচনা : ১৫.০৩.২০০১ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ
হৃদয়ে ঝরে শিশির, কখনো বাজে করুণ বাঁশি।
ওগো সেই শিশিরে জন্মে কতো সবুজ তৃণ
সেকথা কেউ জানবে নাতো কোনো দিনও।
তোমায় নিয়ে কাব্য লেখি নিদ্রা জাগি
মূল্য তোমার দেবার আছে অনুরাগী?
শান্ত ভাবো? শান্ত নহে, তুফান বহে হৃদয় মাঝে
স্বরূপ আমার দেখবে না কল্পনাতেও সকাল-সাঝে।
ফুলের মতো ছাড়িবো সুবাস তবুও তুমি খুঁজবে নাকো
তোমার নিশাস পড়বে মোর বুকে, তবুও বুঝবে নাকো!
হৃদয়টা বাঁধ ভাঙা এক নদীর জোয়ার
জান সেথা খুলেছি নতুন স্বপ্ন দুয়ার?
ওগো তোমা বিনা শুন্য সেথা অভিমানী
স্বপ্ন দেখা স্বার্থক হবে চোখের কাছে চক্ষু আনি।
রচনা : ১৫.০৩.২০০১ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ৩০/০১/২০১৫
-
অ ২৯/০১/২০১৫দারুণ লেখা ।
শুভেচ্ছা কবিকে । -
কপিল দেব ২৯/০১/২০১৫কবি আপনি ধন্য এত সুন্দর লিখতে পারেন বলে ।
-
সুব্রত দাশ আপন ২৯/০১/২০১৫চমৎকার কবিতার আকুতি। বেশ ভালো লাগলো। শুভেচ্ছা কবি আপনাকে।
-
হাসান ইমতি ২৯/০১/২০১৫ভালো লাগলো ...
-
সবুজ আহমেদ কক্স ২৯/০১/২০১৫ক'বার করে পড়লাম দারুণ অন্তমিল দারুণ লিখা.........।কবি মু, রুহুল আমীন ভাই
-
সবুজ আহমেদ কক্স ২৯/০১/২০১৫দারুণ লাগলো...............।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৯/০১/২০১৫বাবা রচনা কালা দেখে অবাক হলাম। ভালো লাগলো। চালিয়ে যান। আপনার লেখা প্রকাশে এখন আর কোনো বাধা থাকলো না। শুভ কামনা।
কবি মু রুহুল আমীন ভাই .........