আবেগ
তুমি নদীর জোয়ারের মতো
যখন বাঁধ ভাঙে ছোটো ইচ্ছে মতো।
তোমার অনেক প্রকার রূপ
ছোটো মাটির পরশ মেখে, দেখোনা ময়লার স্তুপ।
কখনো ছোটো বল্গাহীন সূদুর গগন পানে
আশাহত প্রত্যাবর্তন হয় সূতোর টানে।
তুমি বিনয়ের কাছে অধিক হার মানো
হৃদয়হীনের বুকে কঠিন কুঠার আঘাত হানো।
তুমি সাদরে স্বল্পে তুষ্ট
দম্ভের সাথে পৃথিবী দিলেও হয়ে যাও তাতে রুষ্ট।
যেথা তোমার অস্তিত্ব নেই, সেথা সুখ হয় জড়ো
ফুল বাগিচার চেয়েও মালির হৃদয়োদ্যান বড়।
তুমি সূর্যের রশ্মির চেয়েও অধিক প্রখর
আঁধারের চেয়েও অতি আঁধার, অপ্রাপ্তির পর।
তুমি ভেজা মাটির চেয়েও অধিক শীতল
সমুদ্রের তল আছে তবু, নেই তো তোমার তল।
তোমাতে হাসি আছে ঝর্ণার চেয়েও ঢের
চঞ্চলতার ব্যাপ্তী তোমাতে গভীর সমুদ্রের।
শরীর ঘুমায়, তবুও তোমার ঘুম নাই
স্বপনের মাঝেও তােমাতে কে যেন উঁকি দিয়ে যায়।
তোমাতে দিবা-নিশিঝড় বয় অবিরত
যেথা তোমার অবস্থান সেথা বারবার হয় ক্ষত!
রচনা : ২৮.০৮.২০০৭ খ্রিঃ
কাব্যগ্রন্থ : 'প্রথম বসন্তে ফোটা ফুল'
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ
যখন বাঁধ ভাঙে ছোটো ইচ্ছে মতো।
তোমার অনেক প্রকার রূপ
ছোটো মাটির পরশ মেখে, দেখোনা ময়লার স্তুপ।
কখনো ছোটো বল্গাহীন সূদুর গগন পানে
আশাহত প্রত্যাবর্তন হয় সূতোর টানে।
তুমি বিনয়ের কাছে অধিক হার মানো
হৃদয়হীনের বুকে কঠিন কুঠার আঘাত হানো।
তুমি সাদরে স্বল্পে তুষ্ট
দম্ভের সাথে পৃথিবী দিলেও হয়ে যাও তাতে রুষ্ট।
যেথা তোমার অস্তিত্ব নেই, সেথা সুখ হয় জড়ো
ফুল বাগিচার চেয়েও মালির হৃদয়োদ্যান বড়।
তুমি সূর্যের রশ্মির চেয়েও অধিক প্রখর
আঁধারের চেয়েও অতি আঁধার, অপ্রাপ্তির পর।
তুমি ভেজা মাটির চেয়েও অধিক শীতল
সমুদ্রের তল আছে তবু, নেই তো তোমার তল।
তোমাতে হাসি আছে ঝর্ণার চেয়েও ঢের
চঞ্চলতার ব্যাপ্তী তোমাতে গভীর সমুদ্রের।
শরীর ঘুমায়, তবুও তোমার ঘুম নাই
স্বপনের মাঝেও তােমাতে কে যেন উঁকি দিয়ে যায়।
তোমাতে দিবা-নিশিঝড় বয় অবিরত
যেথা তোমার অবস্থান সেথা বারবার হয় ক্ষত!
রচনা : ২৮.০৮.২০০৭ খ্রিঃ
কাব্যগ্রন্থ : 'প্রথম বসন্তে ফোটা ফুল'
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবিদ আল আহসান ২৮/০১/২০১৫ah
-
সুব্রত দাশ আপন ২৮/০১/২০১৫আবেগের ঘনঘটা আপনার কবিতায়। বেশ ভালো লাগলো কবিতার ছন্দগুলো। বেশ ভালো লিখেছেন কবি বন্ধু।
-
ফিরোজ মানিক ২৮/০১/২০১৫আবেগ আছে বলেই আপনি আজ কবি, আবেগ আছে বলেই এতো সুন্দর হয়েছে কবিতাটি। অনেক ভাল লেগেছে কবি ভাই।
-
অ ২৮/০১/২০১৫আবেগকে নিয়ে সুন্দর আবেগী লেখা ।
চমৎকার লাগল । -
সবুজ আহমেদ কক্স ২৮/০১/২০১৫কয়েক বার পড়লাম ,,,,,,,,,
-
সবুজ আহমেদ কক্স ২৮/০১/২০১৫দারুণ ............।অনেক অনেক শুভেচ্ছা
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৮/০১/২০১৫যথেষ্ট আবেগ আছে আপনার। অনেক ভালো হয়েছে কবিতাটি। তাই প্রকাশ হয়ে গেলো।