ও প্রতিমা
ও প্রতিমা
কি মহিমা ঘুম হারানো চোখে,
ও অনিমা
লাভ কি বল নির্বাসিত থেকে।
ও ষোড়শী
রাঙা হাসি দু:চোখ অরুনালয়ে,
ও প্রেয়সী
ভালবাসি বুকে দুরু দুরু ভয়ে।
ফুলকলিগো
চাও যদিগো দেব সন্ধ্যা তারা,
আনারকলিগো
দাও যদিগো মন দেব পাহারা।
করুনাময়ী
হৃদয় জয়ী আকাশ পাতাল ভেদী
কামনাময়ী
দিগ্বিজয়ী স্বর্গ নরক ছেদী ।
অদ্বিতীয়া
ও মোরপ্রিয়া চলে যদি যাও ছাড়ি,
লিখবোনা আর এই কবিতা রেখে দিলাম
দাড়ি ।।।।।।।
কি মহিমা ঘুম হারানো চোখে,
ও অনিমা
লাভ কি বল নির্বাসিত থেকে।
ও ষোড়শী
রাঙা হাসি দু:চোখ অরুনালয়ে,
ও প্রেয়সী
ভালবাসি বুকে দুরু দুরু ভয়ে।
ফুলকলিগো
চাও যদিগো দেব সন্ধ্যা তারা,
আনারকলিগো
দাও যদিগো মন দেব পাহারা।
করুনাময়ী
হৃদয় জয়ী আকাশ পাতাল ভেদী
কামনাময়ী
দিগ্বিজয়ী স্বর্গ নরক ছেদী ।
অদ্বিতীয়া
ও মোরপ্রিয়া চলে যদি যাও ছাড়ি,
লিখবোনা আর এই কবিতা রেখে দিলাম
দাড়ি ।।।।।।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৪/১১/২০১৪বাহ ভালোবাসার মানুষের কত উপমা। মে বি ইটস কলড রোমান্টিসিজম এন্ড............ভেরি নাইস রাইটিং..............
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৩/১১/২০১৪বাহ বেশ লিখেছেন।
-
আহমাদ সাজিদ ০৩/১১/২০১৪সুন্দর হয়েছে