www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ও প্রতিমা

ও প্রতিমা
কি মহিমা ঘুম হারানো চোখে,
ও অনিমা
লাভ কি বল নির্বাসিত থেকে।
ও ষোড়শী
রাঙা হাসি দু:চোখ অরুনালয়ে,
ও প্রেয়সী
ভালবাসি বুকে দুরু দুরু ভয়ে।
ফুলকলিগো
চাও যদিগো দেব সন্ধ্যা তারা,
আনারকলিগো
দাও যদিগো মন দেব পাহারা।
করুনাময়ী
হৃদয় জয়ী আকাশ পাতাল ভেদী
কামনাময়ী
দিগ্বিজয়ী স্বর্গ নরক ছেদী ।
অদ্বিতীয়া
ও মোরপ্রিয়া চলে যদি যাও ছাড়ি,
লিখবোনা আর এই কবিতা রেখে দিলাম
দাড়ি ।।।।।।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast