www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পত্রিকাতে লেখা পাঠানোর অাহব্বান

সুপ্রিয় লেখিয়ে বন্ধুরা! নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক "টাইমস্ নারায়ণগঞ্জ" পত্রিকায় প্রকাশের জন্য স্বরচিত যেকোনো( যেমন- ছড়া, গল্প, কবিতা বা ভ্রমন বিষয়ক কোনো প্রবন্ধ ইত্যাদি ) ধরনের লেখা পাঠান।
বিঃদ্রঃ আপনাদের পাঠানো লেখা নিয়ে পরবর্তীতে পিডিএফ(pdf) বই তৈরী করা হবে এবং তা আমাদের পত্রিকার ওয়েব সাইটে আপলোড করা হবে। যা যেকেউ ডাউনলোড করে পড়তে পারবেন।

শর্ত সমূহ;
১) লেখা অবশ্যই স্বরচিত, অপ্রকাশিত এবং মৌলিক হতে হবে।
২) লেখকের যেকোনো ধরনের একটি ছবি পাঠাতে হবে। (কবিতার সাথে প্রকাশের জন্য)
৩) ইমেইলে পাঠানো লেখার ক্ষেত্রে লেখা অবশ্যই ডকুমেন্ট আকারে পাঠাতে হবে এবং তা অবশ্যই SutunnyMJ ফন্টের হতে হবে।
৪) ইমেইলে পাঠানো লেখার ক্ষেত্রে Subject -এ বাংলায় বা ইংরেজিতে লেখকের নাম লিখে পাঠাতে হবে।
৫) ফেসবুকে পাঠানো লেখা অবশ্যই অভ্র (Vrinda) ফন্টে পাঠাতে হবে।
৬) স্বাভাবিক লেখা পাঠাতে হবে, ডিজাইন করে পাঠানো লেখা; অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
৭) নির্দিষ্ট কোনো সময়সীমা নেই; যেকোন সময় পাঠানো যাবে।

লেখা পাঠানোর ঠিকানা:
ইমেইল: [email protected]
অথবা মেসেজ করুন,
Www.facebook.com/AuthorProsantaMondal -এ।
এবং,
লেখা পড়তে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ভিজিট করুন:
Www.Timesnarayanganj24.com

জরুরি প্রয়োজনে ফোন করতে পারেন:
প্রশান্ত মন্ডল,
সাহিত্য সম্পাদক,
দৈনিক টাইমস্ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ, ঢাকা।
মোবাইল: ০১৯৮০০৮২৯৪৭, ০১৮৪৫৪২৩৪৮৪
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ১১১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তুষার অপু ২৭/০৭/২০১৬
    খুব ভালো উদ্যোগ। লেখা পাঠাতে চেষ্টা করবো।
  • গোপেশ দে ২৬/০৭/২০১৬
    ভাল লাগল বক্তব্যটি
  • আচ্ছা। লেখার চেষ্টা করছি।
 
Quantcast