পাপাত্মার সর্বনাম
পদ প্রকরণ নয়!
এই সর্বনাম আত্মার ব্যাকরণ
হতে উদ্ভুত। পাপাত্মা হতেও কিছু
সর্বনামের গোরাপত্তন হয়, তবে
ক্ষণস্থায়ী। লক্ষণস্বরূপ আজকের
সভ্য সমাজের দুরাচারীদের উদৃত
করা ভুল হবে না।
এই দেখুন না,
সভ্য হওয়ার ছলে তারা কত অসভ্য হচ্ছে
এই দেখুন না,
ভ্রুণের হাতে নিহত হচ্ছে সেই ভ্রুণ উৎপাদনকারী নিজেই!
এই দেখুন না,
শিক্ষা নিতে গিয়ে কত কুশিক্ষা গ্রহণে ব্রত হচ্ছে কিছু পাপাত্মা। আরও কত আছে, অন্তহীন।
আবার পাপাত্মা , হ্যাঁ আবার পাপাত্মা।
এই দেখুন না,
পাপাত্মাগুলোর গায়ে কত সুন্দর পোশাক পরেছে
অথচ ভানুদেবের পরক্ষে তাদের নগ্নতারও অন্ত নেই
আবার এই দেখুন,
এই, এই, এই দেখুন না
আপনার পাশে কি হচ্ছে এসব?
এই সর্বনাম আত্মার ব্যাকরণ
হতে উদ্ভুত। পাপাত্মা হতেও কিছু
সর্বনামের গোরাপত্তন হয়, তবে
ক্ষণস্থায়ী। লক্ষণস্বরূপ আজকের
সভ্য সমাজের দুরাচারীদের উদৃত
করা ভুল হবে না।
এই দেখুন না,
সভ্য হওয়ার ছলে তারা কত অসভ্য হচ্ছে
এই দেখুন না,
ভ্রুণের হাতে নিহত হচ্ছে সেই ভ্রুণ উৎপাদনকারী নিজেই!
এই দেখুন না,
শিক্ষা নিতে গিয়ে কত কুশিক্ষা গ্রহণে ব্রত হচ্ছে কিছু পাপাত্মা। আরও কত আছে, অন্তহীন।
আবার পাপাত্মা , হ্যাঁ আবার পাপাত্মা।
এই দেখুন না,
পাপাত্মাগুলোর গায়ে কত সুন্দর পোশাক পরেছে
অথচ ভানুদেবের পরক্ষে তাদের নগ্নতারও অন্ত নেই
আবার এই দেখুন,
এই, এই, এই দেখুন না
আপনার পাশে কি হচ্ছে এসব?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রশান্ত মন্ডল ০৬/০৪/২০১৬ধন্যবাদ সবাইকে।
-
হৃদয় ভৌমিক ২১/০৩/২০১৬বেশ ব্যাঙ্গ রচনা দারুন লাগলো --শুভেচ্ছা নেবেন-
-
মনিরুজ্জামান জীবন ২০/০৩/২০১৬অসাধারণ ব্যঞ্জনাময়
-
নির্ঝর ২০/০৩/২০১৬ভাল লেগেছে
-
কাকলি মল্লিক ২০/০৩/২০১৬কি হচ্ছে নিষেধ করুন। সবাই চুপচাপ দেখলে চলবে?