অসহ্য সুখ
হৃদয়ের ডাল-পালাগুলো শুকিয়ে গেছে,
একটা পাখিও আসে না, বসে না।
অত্যাচার ও অত্যাচারীর কবলে, প্রবলে,
বিপর্যস্তমূলে, জড়াজীর্ণ খোলসে আবৃত।
আবৃত হয়ে দু' মুঠো নিঃশ্বাস নিতে চাই,
শুকনো মৌসুমের ধুলা-বালিতে আচ্ছন্ন প্রাচীর।
অনুপ্রাসহীন গতি, বন্ধুর পথে।
সুখের যন্ত্রণায় ভস্বঃ অন্তস্থ দেবতা,
ভগ্ন প্রাচীরে বৃষ্টির আঁচ লাগতে চায়
কখনো কাল বৈশাখীর রূপে আঘাত করতে
চায়।
ঠিক যেন বসবাস করছি কোন এক
অসহ্য সুখের মহলে।।
একটা পাখিও আসে না, বসে না।
অত্যাচার ও অত্যাচারীর কবলে, প্রবলে,
বিপর্যস্তমূলে, জড়াজীর্ণ খোলসে আবৃত।
আবৃত হয়ে দু' মুঠো নিঃশ্বাস নিতে চাই,
শুকনো মৌসুমের ধুলা-বালিতে আচ্ছন্ন প্রাচীর।
অনুপ্রাসহীন গতি, বন্ধুর পথে।
সুখের যন্ত্রণায় ভস্বঃ অন্তস্থ দেবতা,
ভগ্ন প্রাচীরে বৃষ্টির আঁচ লাগতে চায়
কখনো কাল বৈশাখীর রূপে আঘাত করতে
চায়।
ঠিক যেন বসবাস করছি কোন এক
অসহ্য সুখের মহলে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রশান্ত মন্ডল ২৫/১১/২০১৫ধন্যবাদ রুহুল ভাই।
-
রুহুল আমীন রৌদ্র. ২৫/১১/২০১৫দুর্দান্ত লেখা।
-
প্রশান্ত মন্ডল ২৫/১১/২০১৫ধন্যবাদ হাসান কাবীর
-
হাসান কাবীর ২৫/১১/২০১৫সুন্দর।
-
প্রশান্ত মন্ডল ২৪/১১/২০১৫ধন্যবাদ, ইমরান ও দেবাশীষ।
-
ইমরান ২৪/১১/২০১৫ভালো লাগল
-
দেবাশীষ দিপন ২৪/১১/২০১৫ভাল লাগলো।
-
প্রশান্ত মন্ডল ২৪/১১/২০১৫ধন্যবাদ।
-
পরশ ২৪/১১/২০১৫ভালো লাগলো