এই দিবাকর
এই সূর্য, এই দিবাকর
______কেন করো প্রভাত-প্রহর?
অন্যায়-গ্লানি মেখে
______গগন যখন ঢেকে
______ঢাকোনা কেন তোমার পিঞ্জর?
এই সূর্য, এই দিবাকর।।
এই সূর্য, এই দিবাকর
______হয়ে সর্বগ্রাসী সাগর!
কেন থাকো চেয়ে
______চুপ-সরোবর হয়ে?
এই সূর্য, এই দিবাকর
______নিভাও আলোক-ঘর
অথবা বাড়াও আলো,
______পুড়ো সর্ব কালো।
______করো তাপ প্রচন্ড-প্রখর।
এই সূর্য, এই দিবাকর।।
______কেন করো প্রভাত-প্রহর?
অন্যায়-গ্লানি মেখে
______গগন যখন ঢেকে
______ঢাকোনা কেন তোমার পিঞ্জর?
এই সূর্য, এই দিবাকর।।
এই সূর্য, এই দিবাকর
______হয়ে সর্বগ্রাসী সাগর!
কেন থাকো চেয়ে
______চুপ-সরোবর হয়ে?
এই সূর্য, এই দিবাকর
______নিভাও আলোক-ঘর
অথবা বাড়াও আলো,
______পুড়ো সর্ব কালো।
______করো তাপ প্রচন্ড-প্রখর।
এই সূর্য, এই দিবাকর।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রশান্ত মন্ডল ২৪/১১/২০১৫ধন্যবাদ সুব্রত
-
সুব্রত সামন্ত (বুবাই) ২০/১১/২০১৫darun.
-
প্রশান্ত মন্ডল ০৮/১১/২০১৫ধন্যবাদ সঞ্জয় কুমার।
-
ঋজু কবি ২০/১০/২০১৫খুব ভালো লেখা ।
-
প্রশান্ত মন্ডল ১৯/১০/২০১৫ধন্যবাদ সবাইকে।।
-
প্রশান্ত মন্ডল ১৯/১০/২০১৫মোবারক ও সমসের ভাই, কি নাম দিতে পারি, দয়াকরে বলবেন কি?
-
রুহুল আমীন রৌদ্র. ১৯/১০/২০১৫দারুন...
-
Md. Ashik Hossain Rone ১৯/১০/২০১৫চমৎকার
-
মোবারক হোসেন ১৯/১০/২০১৫কবি সমসের ভাই যথার্থ মন্তব্য করেছেন।কবিকে ধন্যবাদ।
-
শমসের শেখ ১৯/১০/২০১৫অনেক ভালো লিখেছেন। কিন্তু নাম করনটা যথার্থ হয়ে উঠেনি।
-
এস এম সাব্বির ১৯/১০/২০১৫সুন্দর