দেখব তোমাকে
দাঁড়িয়ে আছি পথের পাশে
--------------দেখব তোমাকে
আবেগ আজ উপচে পরে
--------------হৃদয় পুলকে।
আসবে মনে অভিপ্রায়
-------------আশার বীজ অন্তরায়
----------------------চেয়ে চেয়ে অন্ধ প্রায়
------------------------------ঘিরছে মোরে নিরাশায়
-অন্ধ গোলকে
তাকিয়ে আছি সেই পথেতে
-দেখব তোমাকে।
তাকিয়ে আছে আমার দিকে
------------অপবাদ যে দিবে লোকে
তুমি ছাড়া অর্থহীন
-----------জন্ম মর্ত্যলোকে।
তাকিয়ে আছি পথের পানে
-----------দেখব তোমাকে।
--------------দেখব তোমাকে
আবেগ আজ উপচে পরে
--------------হৃদয় পুলকে।
আসবে মনে অভিপ্রায়
-------------আশার বীজ অন্তরায়
----------------------চেয়ে চেয়ে অন্ধ প্রায়
------------------------------ঘিরছে মোরে নিরাশায়
-অন্ধ গোলকে
তাকিয়ে আছি সেই পথেতে
-দেখব তোমাকে।
তাকিয়ে আছে আমার দিকে
------------অপবাদ যে দিবে লোকে
তুমি ছাড়া অর্থহীন
-----------জন্ম মর্ত্যলোকে।
তাকিয়ে আছি পথের পানে
-----------দেখব তোমাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রশান্ত মন্ডল ১৫/১০/২০১৫ধন্যবাদ।
-
Md. Ashik Hossain Rone ১৩/১০/২০১৫বাহ ! বাহ!
-
বিকাশ দাস ১১/১০/২০১৫দেখব তোমাকে ভালো লাগলো।
-
প্রশান্ত মন্ডল ১১/১০/২০১৫ধন্যবাদ সবাইকে।
আর যারা চিহ্নগুলো সম্পর্কে জানতে চেয়েছেন তাদেরকে বলছি।
ইউনিজয়ে লিখি তো। তাই (-------) এগুলো দিতে হয়, না দিলে চরণগুলো ঠিক থাকেনা। -
মুরাদ হোসেন ১০/১০/২০১৫সুন্দর
-
ঋজু কবি ১০/১০/২০১৫অপূর্ব লেখনী আপনার । সুরেলাও...।
-
মোবারক হোসেন ০৯/১০/২০১৫ভাল
-
পরশ ০৯/১০/২০১৫আপনার লেখা কবিতাটি অনেক ভাল লাগলো!
-
শুভাশিষ আচার্য ০৯/১০/২০১৫ভালো। আর ও লিখুন। আচ্ছা --- গুলো কি অবান্তর? একটু পথ দেখান কবি।
-
দেবব্রত সান্যাল ০৯/১০/২০১৫কবিতার মধ্যে ----------------- কেন ?
অন্তমিলটা আরও জোরদার করলে ভালো লাগবে। -
শমসের শেখ ০৯/১০/২০১৫সুন্দর লিখেছেন এভাবেই এগিয়ে যেতে হবে