কেন ডাকো
আমার কথার উত্তরেতে
---------নাইবা যদি থাকো
রবির আলো নিভে গেলে
---------স্বপ্নে কেন ডাকো?
আমার গানের কথার মাঝে
-----------কেন মেলো সুর
প্রেমে মত্ত চিত্ত নিয়ে
------------সাঁজো কেন চোর!
ওগো, তোমায় দিব্যি আমার
------------যদি ভালোবাসো
আঁচল টেনে মুখ লুকিয়ে
------------ইচ্ছে মত হাসো।
স্বপ্ন যখন বুকের পানে
-------ভরতে পারো গানে গানে
নিশি রাতে জাগবো আমি
-------ঠোঁট ঠেকাব নাকো।
রবির আলো নিভে গেলে
-------স্বপ্নে কেন ডাকো?
---------নাইবা যদি থাকো
রবির আলো নিভে গেলে
---------স্বপ্নে কেন ডাকো?
আমার গানের কথার মাঝে
-----------কেন মেলো সুর
প্রেমে মত্ত চিত্ত নিয়ে
------------সাঁজো কেন চোর!
ওগো, তোমায় দিব্যি আমার
------------যদি ভালোবাসো
আঁচল টেনে মুখ লুকিয়ে
------------ইচ্ছে মত হাসো।
স্বপ্ন যখন বুকের পানে
-------ভরতে পারো গানে গানে
নিশি রাতে জাগবো আমি
-------ঠোঁট ঠেকাব নাকো।
রবির আলো নিভে গেলে
-------স্বপ্নে কেন ডাকো?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রশান্ত মন্ডল ১৫/১০/২০১৫ধন্যবাদ।
-
Md. Ashik Hossain Rone ১৩/১০/২০১৫অপূর্ব লেখনী আপনার । সুরেলাও...।
-
প্রশান্ত মন্ডল ০৯/১০/২০১৫ধন্যবাদ সবাইকে সুন্দর ও মহামূল্যবান মন্তব্য করার জন্য।
-
মুরাদ হোসেন ০৭/১০/২০১৫লাস্যময়ী এক প্রেমিকার প্রেমের প্রকাশ সুন্দর ছন্দের ভেতর দিয়ে বেড়িয়ে এসেছে কবিতায় । ধন্যবাদ কবিকে , আরো সুন্দর আর ছন্দময় কবিতা আশা করছি
-
দেবব্রত সান্যাল ০৭/১০/২০১৫আপনারা অনেকেই এক লেখা আসরে ও তারুন্যে দিয়ে থাকেন। কাজটি মোটেও যথাযথ নয়। নতুন লেখা কিখুন। এক লেখা তুলে নিন
-
শাহাদাত হোসেন রাতুল ০৬/১০/২০১৫ভাল লিখেছেন কবি বন্ধু ।।
-
ঋজু কবি ০৬/১০/২০১৫সুরেলা কবিতা । সুন্দর ।
-
রইস উদ্দিন খান আকাশ ০৬/১০/২০১৫বেশ ভাল
-
দ্বীপ সরকার ০৬/১০/২০১৫অনেক সুন্দর ভাবনা।
-
ফয়সাল শাহ ০৫/১০/২০১৫Sundor line guli
-
দেবব্রত সান্যাল ০৫/১০/২০১৫শেষের স্তবকে ছন্দ বদল কি দরকার ছিল ? একটু দেখে নিন। সাজো হবে।
-
মোহাম্মদ আব্দুল ওয়ারেশ (কাব্য) ০৪/১০/২০১৫ভাল হইচে
-
এইচ আই হাবীব ০৪/১০/২০১৫সুন্দর . . .