খলনায়ক
হৃদয় মাঝে ক্ষণে ক্ষণে বাজে
________দুঃখের আলয়
________নিত্য লীলায় তথা
________কে বুঝিবে ব্যথা
ডাকিনা তাঁরে, ফিরে আসি দ্বারে
ব্যকুল হই সদা মায়ময় কাজে।
যে হাত দুটি প্রভুর চরণে
________ছিটায়ে দিবে ফুল
________এই সে হাতের কথা
________করেনা তা যথা
কিসের ফুল, করে সহস্র ভুল
যন্ত্রনাময় করে সংসার-জাতি কূল।
ক্ষণিকের তরে হই মনচোরা
_________সাঁজি কৃষ্ণ কালো
_________সেকি গো কথা
_________হয়নাকি ধেনুর সখা
হয়না এসব কখনোই সত্য ছাড়া
আমরা সবাই খলনায়ক আর
____________জঞ্জালেতে ভরা!
________দুঃখের আলয়
________নিত্য লীলায় তথা
________কে বুঝিবে ব্যথা
ডাকিনা তাঁরে, ফিরে আসি দ্বারে
ব্যকুল হই সদা মায়ময় কাজে।
যে হাত দুটি প্রভুর চরণে
________ছিটায়ে দিবে ফুল
________এই সে হাতের কথা
________করেনা তা যথা
কিসের ফুল, করে সহস্র ভুল
যন্ত্রনাময় করে সংসার-জাতি কূল।
ক্ষণিকের তরে হই মনচোরা
_________সাঁজি কৃষ্ণ কালো
_________সেকি গো কথা
_________হয়নাকি ধেনুর সখা
হয়না এসব কখনোই সত্য ছাড়া
আমরা সবাই খলনায়ক আর
____________জঞ্জালেতে ভরা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রশান্ত মন্ডল ২৯/০৯/২০১৫ধন্যবাদ সবাইকে মুল্যবান মন্তব্যের জন্য।
-
রুহুল আমীন রৌদ্র. ২৯/০৯/২০১৫অসাধারন
-
নাসিফ আমের চৌধুরী ২৯/০৯/২০১৫ভাল
-
দেবব্রত সান্যাল ২৯/০৯/২০১৫ভক্তি নিজেই একটি রস। তাই কাব্য বিচার না করাই উচিত।
-
রইস উদ্দিন খান আকাশ ২৯/০৯/২০১৫অপূর্ব