আমি কেঁদে মরি
এ কোন্ মায়াতে বাঁধলে প্রিয়া
সারাক্ষণ ঘিরেছে তোমার ভাবনা
____________হয়েছি মরমিয়া।
প্রিয়া সারাক্ষণ শুধু তুমি তুমি মনে
এমন কেন প্রিয়া বিধাতা কী জানে?
সেই কালো চোখ, কালো চুল
প্রিয়া আর দেখে দু কানের দুল
____________করেছি ভুল।
সেকি চোখের চাউনি অবাক হলাম
ভালোবাসার হাঁটে প্রিয়া হলাম-নিলাম।
প্রিয়া আমার এ ভাবনা কি মিছে
বল কেন ভেবে ভেবে মরি
____________অকারণে পিছে?
রঙিন ঠোঁটে প্রিয়া করো উচ্চারণ
ভুল ভেবেছ, দেখেছ শুধু অকারণ।
প্রিয়া তাই আমি কেঁদে মরি।।
সারাক্ষণ ঘিরেছে তোমার ভাবনা
____________হয়েছি মরমিয়া।
প্রিয়া সারাক্ষণ শুধু তুমি তুমি মনে
এমন কেন প্রিয়া বিধাতা কী জানে?
সেই কালো চোখ, কালো চুল
প্রিয়া আর দেখে দু কানের দুল
____________করেছি ভুল।
সেকি চোখের চাউনি অবাক হলাম
ভালোবাসার হাঁটে প্রিয়া হলাম-নিলাম।
প্রিয়া আমার এ ভাবনা কি মিছে
বল কেন ভেবে ভেবে মরি
____________অকারণে পিছে?
রঙিন ঠোঁটে প্রিয়া করো উচ্চারণ
ভুল ভেবেছ, দেখেছ শুধু অকারণ।
প্রিয়া তাই আমি কেঁদে মরি।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রশান্ত মন্ডল ১৫/১০/২০১৫ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য।
-
Md. Ashik Hossain Rone ১৩/১০/২০১৫অনেক সুন্দর ভাবনা।
-
প্রশান্ত মন্ডল ০৯/১০/২০১৫ধন্যবাদ।
-
মোহাম্মদ আব্দুল ওয়ারেশ (কাব্য) ০৪/১০/২০১৫হু বেশ
-
প্রশান্ত মন্ডল ২৯/০৯/২০১৫নাঈম ভাই ঠিক করে দিয়েছি।
-
প্রশান্ত মন্ডল ২৯/০৯/২০১৫ধন্যবাদ সবাইেক।
-
ফয়সাল শাহ ২৫/০৯/২০১৫Sundor hoye cha
-
মুরাদ হোসেন ২৫/০৯/২০১৫খুব ভালো
-
নূরুজ্জামান নাঈম ২৪/০৯/২০১৫'... বিধাতা কী জানে?'
ব্যবহার করলে বাক্যটি অধিক সফল হত। তাছাড়া ভাল লিখেছেন। -
মুরাদ হোসেন ২৪/০৯/২০১৫দারুণ হয়েছে ।
-
প্রশান্ত মন্ডল ২৪/০৯/২০১৫ধন্যবাদ সমরেশ দা।
-
প্রশান্ত মন্ডল ২৪/০৯/২০১৫হ্যাঁ বোধক কিছু। #নাসিফ ভাই।
-
সমরেশ সুবোধ পড়্যা ২৪/০৯/২০১৫ভাল লাগল ।
-
নাসিফ আমের চৌধুরী ২৪/০৯/২০১৫কি বলব ?