www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি কেঁদে মরি

এ কোন্ মায়াতে বাঁধলে প্রিয়া
সারাক্ষণ ঘিরেছে তোমার ভাবনা
____________হয়েছি মরমিয়া।
প্রিয়া সারাক্ষণ শুধু তুমি তুমি মনে
এমন কেন প্রিয়া বিধাতা কী জানে?

সেই কালো চোখ, কালো চুল
প্রিয়া আর দেখে দু কানের দুল
____________করেছি ভুল।
সেকি চোখের চাউনি অবাক হলাম
ভালোবাসার হাঁটে প্রিয়া হলাম-নিলাম।

প্রিয়া আমার এ ভাবনা কি মিছে
বল কেন ভেবে ভেবে মরি
____________অকারণে পিছে?
রঙিন ঠোঁটে প্রিয়া করো উচ্চারণ
ভুল ভেবেছ, দেখেছ শুধু অকারণ।

প্রিয়া তাই আমি কেঁদে মরি।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast