আরেক চোখ
দু'চোখ ছাড়াও আরেক চোখ আছে
সে চোখ ব্যস্ত স্বপ্ন দেখার কাজে
স্বপ্ন দেখে স্বপ্ন লেখে ডাইরির পাতায়
চৌত্রের তাপে সে বৃষ্টি দেখে নিজের ছাতায়।
উদ্দাস্ত মনকে নিয়ে চলে লাঘামহীন
কোন বাঁধা নেই যেন ইন্দ্রের কন্ঠের অধীন।
আরেক চোখ এটাকেই বলে
যে চোখ ভাবে শান্তি
জীবনের চাকা ঘুরে অভিরত
সে চোখ ভাবে শ্রান্তি
হুল ফুটিয়ে সে চোখ চলে
করে দেয় সমতা
নারী পুরুষ এক বিধাতার
চলো নিয়ে একতা।
সে চোখ ব্যস্ত স্বপ্ন দেখার কাজে
স্বপ্ন দেখে স্বপ্ন লেখে ডাইরির পাতায়
চৌত্রের তাপে সে বৃষ্টি দেখে নিজের ছাতায়।
উদ্দাস্ত মনকে নিয়ে চলে লাঘামহীন
কোন বাঁধা নেই যেন ইন্দ্রের কন্ঠের অধীন।
আরেক চোখ এটাকেই বলে
যে চোখ ভাবে শান্তি
জীবনের চাকা ঘুরে অভিরত
সে চোখ ভাবে শ্রান্তি
হুল ফুটিয়ে সে চোখ চলে
করে দেয় সমতা
নারী পুরুষ এক বিধাতার
চলো নিয়ে একতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রশান্ত মন্ডল ২৪/০৯/২০১৫ধন্যবাদ সবাইকে।
-
শমসের শেখ ২৩/০৯/২০১৫আসলেই কবি ঠিক বলেছেন
-
রুহুল আমীন রৌদ্র. ২৩/০৯/২০১৫দারুন বেশ ভাল লাগলো।
-
রাশেদ খাঁন ২২/০৯/২০১৫ভালো
-
সুহেল ইবনে ইসহাক ২১/০৯/২০১৫Good
-
শাহাদাত হোসেন রাতুল ২০/০৯/২০১৫মুগ্ধ করে দিলেন কবি বব্ধু আমাকে !!