ভাব নিজ দোষ
পিছে মিছে বলে যারা ভালোর পিছনে
পারেনা এগুতে তারা কোনদিন সামনে।
ভালোর ভুল-ত্রুটি থাকবেই স্বাভাবিক
পাছে লোকে বলে যারা তারা নয় মানবিক।
পিছে পিছে না বলে বল এসে সামনে
নিন্দুক খারপ নয় যদি কর প্রমাণে।
খারাপকে না খোঁজে খোঁজ ভালো কিছু
পেলেও পেতে পার এই জগতের যিশু।
ভালো হও ভালো রও এতেই শান্তি
জীবনের যথার্থতা পাবে সব প্রান্তি।
অপরের খারপকে ভাবো নিজ দোষ
হবেনা খারাপ আর হবে সৎ রোজ।
পারেনা এগুতে তারা কোনদিন সামনে।
ভালোর ভুল-ত্রুটি থাকবেই স্বাভাবিক
পাছে লোকে বলে যারা তারা নয় মানবিক।
পিছে পিছে না বলে বল এসে সামনে
নিন্দুক খারপ নয় যদি কর প্রমাণে।
খারাপকে না খোঁজে খোঁজ ভালো কিছু
পেলেও পেতে পার এই জগতের যিশু।
ভালো হও ভালো রও এতেই শান্তি
জীবনের যথার্থতা পাবে সব প্রান্তি।
অপরের খারপকে ভাবো নিজ দোষ
হবেনা খারাপ আর হবে সৎ রোজ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রশান্ত মন্ডল ০৯/১০/২০১৫ধন্যবাদ রৌদ্র, দা।
-
রুহুল আমীন রৌদ্র. ২৯/০৯/২০১৫বেশ বেশ,, অসাধারন।
-
প্রশান্ত মন্ডল ২৪/০৯/২০১৫ধন্যবাদ সবাইকে।
-
মোবারক হোসেন ২১/০৯/২০১৫ভাল।
-
কিশোর কারুণিক ২১/০৯/২০১৫অনেক বেশ ভাল
-
শাহাদাত হোসেন রাতুল ২০/০৯/২০১৫ভাল লাগলো !!