অপ্রয়োজনীয় ভাবনার ব্লাকবোর্ড
প্রিয়,
কিছু ভাবনার কোনো শিরোনাম হয়না!
বিশ্বাস করো-সত্যি হয়না, শুধু ভাবনাতেই সীমাবদ্ধ থাকে।
এসব ভাবনার কোনো উদ্দেশ্য নেই, লক্ষ নেই!
তবে এদের একটা ব্লাকবোর্ড আছে!
যেখানে সময় চক হয়ে জন্ম দেয় জীবনের কিছু গল্প
এঁকে যায় কত স্মৃতি-বিস্মৃতি!
শুনেছি উদ্দেশ্যহীন কোনো কিছুই ভালো হয়না,
তবে কি এ কারণেই এসব রূপান্তরিত হয়,
"অপ্রয়োজনীয় ভাবনার ব্লাকবোর্ডে?"
না, জানি না! হতেও পারে!
তুমি কি বলো? এরকম হতে পারে কি?
ভালো থেকো!! উত্তরের আশায় রইলাম!
কিছু ভাবনার কোনো শিরোনাম হয়না!
বিশ্বাস করো-সত্যি হয়না, শুধু ভাবনাতেই সীমাবদ্ধ থাকে।
এসব ভাবনার কোনো উদ্দেশ্য নেই, লক্ষ নেই!
তবে এদের একটা ব্লাকবোর্ড আছে!
যেখানে সময় চক হয়ে জন্ম দেয় জীবনের কিছু গল্প
এঁকে যায় কত স্মৃতি-বিস্মৃতি!
শুনেছি উদ্দেশ্যহীন কোনো কিছুই ভালো হয়না,
তবে কি এ কারণেই এসব রূপান্তরিত হয়,
"অপ্রয়োজনীয় ভাবনার ব্লাকবোর্ডে?"
না, জানি না! হতেও পারে!
তুমি কি বলো? এরকম হতে পারে কি?
ভালো থেকো!! উত্তরের আশায় রইলাম!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হিরণ্য হারুন ০৩/০৬/২০১৬বেশ
-
শাহাদাত হোসেন রাতুল ০২/০৬/২০১৬বাহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০১/০৬/২০১৬বেশ চমৎকার!!
-
আজকের চাকরির বাজার বিডি.কম ০১/০৬/২০১৬চমৎকার কাব্যিক প্রয়াস।
-
পরশ ০১/০৬/২০১৬সুন্দর