প্রদীপ মণ্ডল
উপহার
প্রদীপ মণ্ডল
না এবার কোন উপহার আর দেবনা ।
লিপিস্টিক নেলপালিস রোদচশমা কিচ্ছুনা ...
পেতে পার একটি ফুল দেব কিনা তাও ভাবছি
একদিন বিকেলের ঘোরাঘুরি
গরম পাপড় নিদেন পক্ষে একটি বেগুণি
সব আব্দারই কুয়াশা মাখানো
খেঁজুর রসের পায়েস আর সোনা রোদের আলো ।
এখন আর পিঠে উৎসব হয়না
বরং বাসি কেকই ভালো
এবার কিছু দিতে পারব না
কবে তোমার ব্রত হবে শেষ
শুধু একাই কি ভেঙেছি বিশ্বাস
মোয়া খেতে খেতে বিজ্ঞান নগরির পথে
জমিয়ে গল্প করবো চলো নয়ত
নতুন শহরের ভাঙা গলির বাঁকে
ভুট্টোপোড়া মুখে নিজস্বীতে মেতে উঠবো খুব করে
যতই আব্দার হোক, কিছু তো একটা বলো
এবার কোন উপহার আমি দিতে পারবো না চাইলেও ....
প্রদীপ মণ্ডল
না এবার কোন উপহার আর দেবনা ।
লিপিস্টিক নেলপালিস রোদচশমা কিচ্ছুনা ...
পেতে পার একটি ফুল দেব কিনা তাও ভাবছি
একদিন বিকেলের ঘোরাঘুরি
গরম পাপড় নিদেন পক্ষে একটি বেগুণি
সব আব্দারই কুয়াশা মাখানো
খেঁজুর রসের পায়েস আর সোনা রোদের আলো ।
এখন আর পিঠে উৎসব হয়না
বরং বাসি কেকই ভালো
এবার কিছু দিতে পারব না
কবে তোমার ব্রত হবে শেষ
শুধু একাই কি ভেঙেছি বিশ্বাস
মোয়া খেতে খেতে বিজ্ঞান নগরির পথে
জমিয়ে গল্প করবো চলো নয়ত
নতুন শহরের ভাঙা গলির বাঁকে
ভুট্টোপোড়া মুখে নিজস্বীতে মেতে উঠবো খুব করে
যতই আব্দার হোক, কিছু তো একটা বলো
এবার কোন উপহার আমি দিতে পারবো না চাইলেও ....
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ১৫/০৬/২০১৮প্রিয় কবিবন্ধু, খুব সুন্দর চিন্তার ফসল। শুভেচ্ছা রইল নিরন্তর ।ভাল থাকুন প্রিয় কবি।
-
পবিত্র চক্রবর্তী ১৪/০৬/২০১৮ভালো হয়েছে
-
সাঁঝের তারা ১৪/০৬/২০১৮খুব ভালো