www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রদীপ দাস

তার নাম "অবন্তিকা"
এক অন্তর স্পর্শী চাঁদ মুখ !
তাকে আমি দেখেছি পিচ ঢালা রাজপথে,
অসংখ্য অচেনা মানুষের ভিড়ে,
বিশ্ববিদ্যালয়ের করিডোরে ,
লাল নীল বেগুনি আলোয় ঘেরা থিয়েটারে ৷

তাকে আমি দেখেছি -
প্রথম প্রেমের অনুভবে ,
নোনা বাতাসে বিবর্ণতার জলছাপে ,
ঝাঝা রৌদ্রুরে উড়ে যাওয়া মেঘনীলে ৷

তাকে আমি দেখেছি -
ঝুম বর্ষায় পদ্ম পুকুরে জোৎস্না স্নানে,
মায়াবী আলোয় ধুয়ে যাওয়া পৃথিবীতে ,
এই রঙ্গিন শহরের বৃষ্টির ফোঁটা জমা জানালার কাঁচে ৷

তাকে আমি দেখেছি -
বিস্তীর্ণ মাঠে বাতাসে দোল খাওয়া সাদা কাশফুলে,
রঙিন প্রজাপ্রতি দলে,
শিল্পীর রং তুলির আঁচড়ে,
ঘষা মাজা কালির দাগে-
সিন্দুকে সযত্নে রাখা শত শত চিঠির ভাঁজে ৷

তাকে আমি দেখেছি -
কিশোরীর দূরান্ত যৌবনে,
পায়ে আঁকা আলতার রঙে,
আষাঢ়ের শুক্লা একাদশীর চাঁদে,
দিনের ভাঁটাই রাত্রির জোয়ারে,
নির্ঘুমহীন রাতের চাদরে ৷

তাকে আমি দেখেছি -
নবীনার শান্ত অধরে ,
কালো মেয়ের কালো হরিণী চোখে ,
ললাটের সিঁথির সিঁদুরে,
সুনামীয় ঢেউ খেলা সোনালি চুলে,
অমরাবতীর প্রেমের প্রজ্বলনে ৷

তাকে আমি দেখেছি ,
আরণ্যকের মাদকতায়-
পোড়া ধূপের নিশুতি গন্ধে,
অষ্টদশীর বাঁকা ঠোঁটের বালি রেখায় জেগে থাকা-
অব্যক্ত কামনার পরাগ ফোঁটে রজনীতে !
তাকে আমি দেখেছি !!!!!!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মধু মঙ্গল সিনহা ১৩/০৮/২০১৮
    স্মৃতি ভালো লাগলো।
  • গভীর চোখে দেখা।
  • ভালো লাগলো।
  • এ দেখা শেষ দেখা নয়তো
    আরো দেখা হবে হয়তো।
    সেই কামনাই রইল।
    • প্রদীপ দাস ১৬/০৮/২০১৮
      অবশ্যই চেষ্টা করবো যেন শেষ দেখা না হয় !! অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইলো !
 
Quantcast