www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ব্যর্থ চেষ্টা

আঘাত শুকায়ে রবির ধূপে,
রণযোদ্ধার নব রূপে,
ব্যাথাতুর জীবন আজি সাজে-
মোর হৃদয় মাঝে।

জানি ব্যর্থ মোর রোদন,
ক্ষুব্ধ হাহাকার, নিঃস্তব্ধ ক্রন্দন,
অসহ্য যন্ত্রনার গর্জনধ্বনি বাজে-
মোর হৃদয় মাঝে।

সর্ব্বহারা আজি সর্ব্বজয়ীর বাসনায়,
মৃত্যুরে করে আলিঙ্গন হেথায়।
তাহার'ই প্রতি দৈব্য বাণী জাগে-
মোর হৃদয় মাঝে।

রণপ্রলয়ের উন্মাদ অঙ্গিকারে,
দুঃস্বপনে ভরা, সশ্রু অন্ধকারে,
জীবন নাহি ফিরিবারে পাছে-
মোর হৃদয় মাঝে।

তবু এ ভবের খেলার মধ্য দিয়া,
যৌবনের তপ্ত স্পর্শে হীয়া,
মূর্তির ন্যায় নিস্প্রান মোর প্রিয়া,
অচ্ছদ নেত্রে চেয়ে র'ই লাজে-
মোর হৃদয় মাঝে।

বিদায় লগ্নে উন্মাদ মন,
নাহি চাই ছাড়িতে জীবন,
মোর প্রিয়া, হীয়া যত আপন,
মায়াময় ভবে অন্তিম নীশি যাপন,
চারি ধারে মৃত্যু আজি নাচে-
মোর হৃদয় মাঝে।

তবু ব্যর্থ চেষ্টার জয়গান বাজে,
মোর হৃদয় মাঝে।।

#ব্যর্থ চেষ্টা
রাত্রি ১২:৩২
২১শে ফেব্রুয়ারী, ২০০৯
ধুলিয়ান।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মাহাবুব ১৯/০১/২০১৬
    সুন্দর।
  • ভালো
 
Quantcast