তোমার পেছনে ছুটতে চাই
এখনও তোমার পেছনে ছুটতে চাই।
কলেজ এর দিন গুলি অনেক পেছনে ফেলে এসেছি তাই,
আর পাইনা তোমার দেখা।
স্মৃতির সমুদ্রে মেরে ডুব,
মন খুঁজে আনে কত স্মৃতি জড়ানো মুক্তো।
ভাবনা কে দিয়ে এক নতুন রূপ,
হৃদয় আমার আজ উন্মুক্ত।
তাইতো ভাবি কেন পাইনা তোমার দেখা?
আজ আমি একা, বড় একা।
তাই আবার তোমার পেছনে ছুটতে চাই।।
ক্ষণিকের মেলামেশা, আর ক্ষণিকের য্ন্ত্রনা,
তোমার কাছে পেতে চেয়েছিলাম ভালোবাসার মন্ত্রনা।
ভোরের পাখিদের কত গান মুখে,
সন্ধ্যার সুর্য্য ম্লান মুখে, এলো গেলো কত দিন,
তুমি জানো কি, আজও আমি একা।।
তুমি চলে গেছ দূরে,
দেখেছো কি পিছে একবারও ঘুরে?
কারোর মনে, ছেড়ে গেছ তোমার ভালোবাসা।
এ জীবনে আমার শেষ আশা,
মৃত্যুর আগে যদি একবার দেখা পাই,
আমি আবার তোমার পেছনে ছুটতে চাই,
পাগলের মত ছুটতে চাই।।
#বহরমপুর
২০শে ডিসেম্বর ২০১০
রাত্রি ০১:০৬
কলেজ এর দিন গুলি অনেক পেছনে ফেলে এসেছি তাই,
আর পাইনা তোমার দেখা।
স্মৃতির সমুদ্রে মেরে ডুব,
মন খুঁজে আনে কত স্মৃতি জড়ানো মুক্তো।
ভাবনা কে দিয়ে এক নতুন রূপ,
হৃদয় আমার আজ উন্মুক্ত।
তাইতো ভাবি কেন পাইনা তোমার দেখা?
আজ আমি একা, বড় একা।
তাই আবার তোমার পেছনে ছুটতে চাই।।
ক্ষণিকের মেলামেশা, আর ক্ষণিকের য্ন্ত্রনা,
তোমার কাছে পেতে চেয়েছিলাম ভালোবাসার মন্ত্রনা।
ভোরের পাখিদের কত গান মুখে,
সন্ধ্যার সুর্য্য ম্লান মুখে, এলো গেলো কত দিন,
তুমি জানো কি, আজও আমি একা।।
তুমি চলে গেছ দূরে,
দেখেছো কি পিছে একবারও ঘুরে?
কারোর মনে, ছেড়ে গেছ তোমার ভালোবাসা।
এ জীবনে আমার শেষ আশা,
মৃত্যুর আগে যদি একবার দেখা পাই,
আমি আবার তোমার পেছনে ছুটতে চাই,
পাগলের মত ছুটতে চাই।।
#বহরমপুর
২০শে ডিসেম্বর ২০১০
রাত্রি ০১:০৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মো : মাহফুজুর রহমান পুষ্প ১৫/০২/২০১৬দারুন
-
নির্ঝর ০৮/০১/২০১৬Nice
-
রইস উদ্দিন খান আকাশ ০৮/০১/২০১৬খুব সুন্দর
-
নুফরাত জেরীন ০৮/০১/২০১৬গঠনশৈলীর দিকে আরেকটু খেয়াল রাখলে আরও ভালো হতো
-
ধ্রুব রাসেল ০৮/০১/২০১৬সুন্দর কবিতা। তবে কিছু ক্ষেত্রে অন্তমিল হয়নি। বানানের ক্ষেত্রেও তাই- সুর্য, ছেরে।
-
জে এস সাব্বির ০৮/০১/২০১৬কবিতার ধারা আর ভাবটা ঠিক আমার মনের মত হইছে ।+++
কিন্তু কিছু লাইনের ক্ষেত্রে পূর্ববর্তী লাইনের কম্বিনেশন কম ।পরবর্তীতে আরো শক্তিশালী গঠন সম্পন্ন কবিতা চাই । -
দেবব্রত সান্যাল ৩০/১২/২০১৫প্রথমেই বলি অন্তমিল রাখতে গিয়ে ভাব আর ভাষা দুই দুর্বল হয়েছে। ভালবাসার মন্ত্রণা একেবারে বেমানান।
মুক্তো , ক্ষণিক ,