তোমায় ভালোবাসি
সিগারেট হাতে কলেজ ক্যান্টিনে,
বৃষ্টি ভেজা নবীন বরনের দিনে,
এক পলকে দুরু দুরু বুকে,
মুগ্ধ আমি দেখেছি তোমাকে।
আজও আছে ভালো ভাবে মনে,
কমলা শাড়ি ছিল তোমার পরণে।
সারাদিন ছিল বৃষ্টি অবিরাম,
মন ভরে শুধু তোমায় দেখলাম।
তুমি দু'হাতে আঁচল তুলে,
নেমে গেলে তুমি বৃষ্টির জলে।
গর্জে উঠেছিল আকাশ
বন্ধ করেছিলে তুমি তোমার নিঃশ্বাষ।
আকাশ কালো মেঘে ছাওয়া,
গাছের থেকে পাখিদের উড়ে যাওয়া,
জলের ওপর বৃষ্টির ফোটা
তারপর হঠাৎ তোমার ওঠা,
বন্ধুদের আসছি বলে,
তুমি বাড়ির দিকে গেলে চলে।
সেইদিন থেকে প্রেমের উন্মাদনায়,
কত বছর কেটে গেল হিসাব নাই।
শুনেছি তুমি বরফের দেশে থাকো,
'তোমায় ভালোবাসি' জানানো হলো নাকো।
তোমার ওখানে তো তুষার ঝরে?
দীপ্তশ্রী,
প্রতিটি বৃষ্টির ফোটায় তোমার কথা মনে পড়ে॥
#ধুলিয়ান
২৬শে ফেব্রুয়ারী ২০০৯
রাত্রি ০১:০১
বৃষ্টি ভেজা নবীন বরনের দিনে,
এক পলকে দুরু দুরু বুকে,
মুগ্ধ আমি দেখেছি তোমাকে।
আজও আছে ভালো ভাবে মনে,
কমলা শাড়ি ছিল তোমার পরণে।
সারাদিন ছিল বৃষ্টি অবিরাম,
মন ভরে শুধু তোমায় দেখলাম।
তুমি দু'হাতে আঁচল তুলে,
নেমে গেলে তুমি বৃষ্টির জলে।
গর্জে উঠেছিল আকাশ
বন্ধ করেছিলে তুমি তোমার নিঃশ্বাষ।
আকাশ কালো মেঘে ছাওয়া,
গাছের থেকে পাখিদের উড়ে যাওয়া,
জলের ওপর বৃষ্টির ফোটা
তারপর হঠাৎ তোমার ওঠা,
বন্ধুদের আসছি বলে,
তুমি বাড়ির দিকে গেলে চলে।
সেইদিন থেকে প্রেমের উন্মাদনায়,
কত বছর কেটে গেল হিসাব নাই।
শুনেছি তুমি বরফের দেশে থাকো,
'তোমায় ভালোবাসি' জানানো হলো নাকো।
তোমার ওখানে তো তুষার ঝরে?
দীপ্তশ্রী,
প্রতিটি বৃষ্টির ফোটায় তোমার কথা মনে পড়ে॥
#ধুলিয়ান
২৬শে ফেব্রুয়ারী ২০০৯
রাত্রি ০১:০১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহাবুব ০১/০১/২০১৬কবি, ভালো লাগলো কবিতাটা।
-
দ্বীপ সরকার ০১/০১/২০১৬ভালো।
-
মোঃ নাজমুল হাসান ৩১/১২/২০১৫সুন্দর। কবিকে শুভেচ্ছা।
-
শান্তনু মণ্ডল ৩১/১২/২০১৫ভাল
-
দেবব্রত সান্যাল ৩০/১২/২০১৫তারুণ্যে স্বাগত ! কবিতার মাত্রার দিকে একটু নজর রাখুন। অন্ত মিলগুলো দেখে নিন।