স্বপ্নডানা
যখন সারা শহর,
ঘুমের দেশে, নৌকো বেয়ে পাড়ি দিচ্ছে রাত খানি,
আমায় তখন স্বপ্ন জাগাই, ভাবনারা দেয় হাতছানি।
মেঘ বাদলে, খেলার ছলে, আশা-প্রত্যাশা ভেসে বেড়ায়।
স্বপ্ন তখন সর্ববৃহৎ, চোখগুলি তার ঘুম হারায়॥
যখন সারাটি দিন,
আমি আর আমি, চুপটি করে বসে রয় নিরবে,
স্বপ্ন তখনও হাতছানি দেয়, দিনের কল্প ভবে।
আচ্ছা জ্বালা, বিশালতার ভাবনা নিয়ে, করি শুধু প্রত্যাশা।
আর শুধু শুধু দিন বাদে দিনে হা-হা হি-হি হাসা॥
যখন রাতের শেষে,
সূর্য্য এসে কড়া নেড়ে যায়, পাখির কিচির-মিচির।
কল্পনা আর বাস্তব যেন মিলে মিসে ধোয়ায় শিশির॥
আমি তখনও স্বপ্ন দেশে, বড়োর খেলা খেলি।
কল্পনাকে বানিয়ে ডানা, স্বপ্নের ডানা মেলি॥
#স্বপ্নডানা
প্রদিপ কুমার দে।।
১১ই পৌষ, ১৪২২
25th Dec, 2015
09:30 AM
ঘুমের দেশে, নৌকো বেয়ে পাড়ি দিচ্ছে রাত খানি,
আমায় তখন স্বপ্ন জাগাই, ভাবনারা দেয় হাতছানি।
মেঘ বাদলে, খেলার ছলে, আশা-প্রত্যাশা ভেসে বেড়ায়।
স্বপ্ন তখন সর্ববৃহৎ, চোখগুলি তার ঘুম হারায়॥
যখন সারাটি দিন,
আমি আর আমি, চুপটি করে বসে রয় নিরবে,
স্বপ্ন তখনও হাতছানি দেয়, দিনের কল্প ভবে।
আচ্ছা জ্বালা, বিশালতার ভাবনা নিয়ে, করি শুধু প্রত্যাশা।
আর শুধু শুধু দিন বাদে দিনে হা-হা হি-হি হাসা॥
যখন রাতের শেষে,
সূর্য্য এসে কড়া নেড়ে যায়, পাখির কিচির-মিচির।
কল্পনা আর বাস্তব যেন মিলে মিসে ধোয়ায় শিশির॥
আমি তখনও স্বপ্ন দেশে, বড়োর খেলা খেলি।
কল্পনাকে বানিয়ে ডানা, স্বপ্নের ডানা মেলি॥
#স্বপ্নডানা
প্রদিপ কুমার দে।।
১১ই পৌষ, ১৪২২
25th Dec, 2015
09:30 AM
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রদীপ কুমার দে ২৯/১২/২০১৫Thanks a lot
-
মোঃ নাজমুল হাসান ২৯/১২/২০১৫সুন্দর...
-
সাইফুল ইসলাম (bdlooks24.com) ২৯/১২/২০১৫শুভ সূচনা।
-
পরশ ২৯/১২/২০১৫সুন্দর
-
জে এস সাব্বির ২৯/১২/২০১৫তারুণ্যে স্বাগত ।সুন্দর কবিতা দিয়ে শুরু করলেন ।কবিতায় উন্নতির অনেক জায়গা আছে ।আগামিতে আরো ভাল কিচুর আশা করবো
-
মোঃ মুলুক আহমেদ ২৮/১২/২০১৫"আমায় তখন স্বপ্ন জাগাই" এই লাইনটি কেমন যেন লাগলো
এই লাইনটি কি এরকম হতে পারতো? "আমায় তখন স্বপ্ন জাগায়" -
নির্ঝর ২৮/১২/২০১৫সুন্দর কবিতা
-
নুফরাত জেরীন ২৮/১২/২০১৫নবম দশম লাইন দুটো খুব ভাল লাগলো
-
শান্তনু মণ্ডল ২৮/১২/২০১৫ভালো লেগেছে l
-
দেবব্রত সান্যাল ২৮/১২/২০১৫তারুণ্যে স্বাগত। ভবিষ্যতে আরও ভালো কবিতা আশা করব।