প্রদীপ কুমার দে
প্রদীপ কুমার দে-এর ব্লগ
-
আঘাত শুকায়ে রবির ধূপে,
রণযোদ্ধার নব রূপে,
ব্যাথাতুর জীবন আজি সাজে-
মোর হৃদয় মাঝে। [বিস্তারিত] -
প্রথমেই বলি তাঁহাদিগের কথাঃ
ইহা বলা বান্ছনীয় যে, এ জগতে কিছু মনুষ্য জন্ম গ্রহণ করিয়াছে যাঁহারা নিজ দিগকে সর্বৎকৃষ্ট ও বুদ্ধিমান বলিয়া জ্ঞান্ করিয়া থাকেন। তাঁহারা আরও মনে করিয়া থাকেন যে তাঁহাদিগের (উহ... [বিস্তারিত] -
এখনও তোমার পেছনে ছুটতে চাই।
কলেজ এর দিন গুলি অনেক পেছনে ফেলে এসেছি তাই,
আর পাইনা তোমার দেখা।
স্মৃতির সমুদ্রে মেরে ডুব, [বিস্তারিত] -
সিগারেট হাতে কলেজ ক্যান্টিনে,
বৃষ্টি ভেজা নবীন বরনের দিনে,
এক পলকে দুরু দুরু বুকে,
মুগ্ধ আমি দেখেছি তোমাকে। [বিস্তারিত] -
যখন সারা শহর,
ঘুমের দেশে, নৌকো বেয়ে পাড়ি দিচ্ছে রাত খানি,
আমায় তখন স্বপ্ন জাগাই, ভাবনারা দেয় হাতছানি।
মেঘ বাদলে, খেলার ছলে, আশা-প্রত্যাশা ভেসে বেড়ায়। [বিস্তারিত] -
নিঃস্ব হলো রাস্তা আবার, নিঃস্ব পথ চলা,
নিঃস্ব আমার মনের কথা, ভাবনা তোমায় বলা।
শুধু হ্যা, না, হুম্ দিয়ে কি জীবন এগিয়ে যাবে?
মনের মানুষ চুপ থেকে কি কোনও দিনও খুঁজে পাবে? [বিস্তারিত]