কবিতা
এখনও ভালোবাসি
তোমাকে ভালোবাসি
ঠিক আমার মতো করে। চাঁদের আলো
যেমন পৃথিবীতে তার নিস্বার্থ সৌন্দর্য বিলায়
ঠিক তেমন করে প্রমিজ করছি কৃত্রিম নয়।
আমার গ্রাম্যতায় হল আমার সরলতা
যাকে বিসর্জন দেয়নি এই শহরের নিষ্ঠুর
নির্দয় পাষাণ যাঁতাকলে।
দিতেও পারিনি শুধু
তোমাকে ভালোবাসি বলে।
এই শহরের সকল উপাদান কৃত্রিমতার
চাদর দিয়ে ঢাকা
যেখানে একমাত্র খাঁটি আমার গ্রাম্যধর্ম
আচরণ কথা আনুসঙ্গিক পথ চলার সঙ্গী
সব সবকিছুই.....।
আমি নিজেকে পরিবর্তন করতে পারিনি
তোমাকে এখনও ভালোবাসি বলে।
তোমাকে ভালোবাসি
ঠিক আমার মতো করে। চাঁদের আলো
যেমন পৃথিবীতে তার নিস্বার্থ সৌন্দর্য বিলায়
ঠিক তেমন করে প্রমিজ করছি কৃত্রিম নয়।
আমার গ্রাম্যতায় হল আমার সরলতা
যাকে বিসর্জন দেয়নি এই শহরের নিষ্ঠুর
নির্দয় পাষাণ যাঁতাকলে।
দিতেও পারিনি শুধু
তোমাকে ভালোবাসি বলে।
এই শহরের সকল উপাদান কৃত্রিমতার
চাদর দিয়ে ঢাকা
যেখানে একমাত্র খাঁটি আমার গ্রাম্যধর্ম
আচরণ কথা আনুসঙ্গিক পথ চলার সঙ্গী
সব সবকিছুই.....।
আমি নিজেকে পরিবর্তন করতে পারিনি
তোমাকে এখনও ভালোবাসি বলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ১০/০৯/২০১৪বেশ ভালো লাগলো...
-
মনিরুজ্জামান শুভ্র ০৯/০৯/২০১৪ভাল লাগলো।
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৯/০৯/২০১৪চমৎকার ভাবনায় অনন্য একটি লেখনী। ভাল লাগল।
-
শিমুল শুভ্র ০৯/০৯/২০১৪প্রকাশ করে দিলাম
আসরে সুস্বাগতম
প্রথম প্রকাশ বেশ লাগলো ।