সেরা বাংলা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েবসাইটের তালিকা
বর্তমানে ইন্টারনেট জগতে বাংলা সাইটের সংখ্যা অনেক হলেও পরিষ্কার পরিচ্ছন্ন বাংলা সাইটের সংখ্যা খুবেই কম।বেশির ভাগ ওয়েবসাইট গুলোই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হওয়ার কারণে অথবা ভালো ওয়েবসাইট ডিজাইনার ব্যবহার না করার জন্য খুবেই খারাপ পারফরমেন্স করে।সে গুলি না দেখতে সুন্দর হয় না হয় ইউজার ফ্রেন্ডলি।আর মোবাইল দিয়ে সেই সব ওয়েবসাইট গুলোতে প্রবেশ করলে কথাই শেষ।কিন্তু এত এত অপরিষ্কার ওয়েবসাইটের মাঝেও বেশ কিছু ভালো ওয়েবসাইট আছে যাদের নাম না করলেই নয়।
1.কবিতার আসর:
প্রথমেই যার নাম করতে হয় তা হলো আপনার আমার সকলের প্রিয় ওয়েবসাইট বাংলা কবিতা ডটকম।ওয়েবসাইটটি বর্তমানে এত বেশি জনপ্রিয় যে মনে হয় না আপনি এই ওয়েবসাইটটির নাম আগে শুনেননি।বর্তমান প্রজন্মের শত শত কবি এই ওয়েবসাইটে কবিতা লেখেন।এই ওয়েবসাইটি যতটা জনপ্রিয় তততাই সুন্দর।ওয়েবসাইটি থেকে একবার ঘুরে আসতে চাইলে এখানে ক্লিক করুন।
2.গানের পাতা ডটকম:
গানের পাতা উটকম অনেকটা কবিতার আসরের মতোই।শুদ্ধ গান লেখা চর্চার জন্য অসাধারণ একটি ওয়েবসাইট গানের পাতা ডটকম।ওয়েবসাইটির বৈশিষ্ট্য হলো এখানে গান প্রকাশ করতে হলে গানটি শুদ্ধ কাঠামোতে লেখা প্রয়োজন না হলে এখানে গান প্রকাশ করা হয় না।ওয়েবসাইটি দেখতে ইচ্ছে হলে এখানে ক্লিক করুন।
3.সেরা রিভিউ ডটকম:
সেরা রিভিউ ডটকম ওয়েবসাইটি খুবেই নতুন একটি ওয়েবসাইট।কিন্তু নতুন হলেও বেশ দারুণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন।এখানে সমস্ত কিছুর ওপর রিভিউ প্রকাশ করতে পারবেন আপনি।এই ওয়েবসাইটি দেখতে ইচ্ছে হলে এখানে ক্লিক করুন।
4.তারুণ্য ডটকম:
তারুণ্য ডটকম ওয়েবসাইটি রেসপনসিভ না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েবসাইটের তালিকায় একে অবশ্যই রাখা যেতে পারে।এই ওয়েবসাইট সম্পর্কে মনে হয় না আর কিছু বলার প্রয়োজন আছে।
5.টেন মিনিট স্কুল ডটকম:
অনেক ক্ষণ ধরে ভাব ছিলাম 5 নাম্বারে কাকে রাখবো।ঠিক তখনেই মনে পড়লো টেন মিনিট স্কুল ওয়েবসাইটির কথা।ওয়েবসাইটি শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে।এখানে অনেক কিছু জিনিস খুব সুন্দর ভাবে বুঝানো হয়েছে। ওয়েবসাইটি দেখতে ইচ্ছে হলে এখানে ক্লিক করুন।
1.কবিতার আসর:
প্রথমেই যার নাম করতে হয় তা হলো আপনার আমার সকলের প্রিয় ওয়েবসাইট বাংলা কবিতা ডটকম।ওয়েবসাইটটি বর্তমানে এত বেশি জনপ্রিয় যে মনে হয় না আপনি এই ওয়েবসাইটটির নাম আগে শুনেননি।বর্তমান প্রজন্মের শত শত কবি এই ওয়েবসাইটে কবিতা লেখেন।এই ওয়েবসাইটি যতটা জনপ্রিয় তততাই সুন্দর।ওয়েবসাইটি থেকে একবার ঘুরে আসতে চাইলে এখানে ক্লিক করুন।
2.গানের পাতা ডটকম:
গানের পাতা উটকম অনেকটা কবিতার আসরের মতোই।শুদ্ধ গান লেখা চর্চার জন্য অসাধারণ একটি ওয়েবসাইট গানের পাতা ডটকম।ওয়েবসাইটির বৈশিষ্ট্য হলো এখানে গান প্রকাশ করতে হলে গানটি শুদ্ধ কাঠামোতে লেখা প্রয়োজন না হলে এখানে গান প্রকাশ করা হয় না।ওয়েবসাইটি দেখতে ইচ্ছে হলে এখানে ক্লিক করুন।
3.সেরা রিভিউ ডটকম:
সেরা রিভিউ ডটকম ওয়েবসাইটি খুবেই নতুন একটি ওয়েবসাইট।কিন্তু নতুন হলেও বেশ দারুণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন।এখানে সমস্ত কিছুর ওপর রিভিউ প্রকাশ করতে পারবেন আপনি।এই ওয়েবসাইটি দেখতে ইচ্ছে হলে এখানে ক্লিক করুন।
4.তারুণ্য ডটকম:
তারুণ্য ডটকম ওয়েবসাইটি রেসপনসিভ না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েবসাইটের তালিকায় একে অবশ্যই রাখা যেতে পারে।এই ওয়েবসাইট সম্পর্কে মনে হয় না আর কিছু বলার প্রয়োজন আছে।
5.টেন মিনিট স্কুল ডটকম:
অনেক ক্ষণ ধরে ভাব ছিলাম 5 নাম্বারে কাকে রাখবো।ঠিক তখনেই মনে পড়লো টেন মিনিট স্কুল ওয়েবসাইটির কথা।ওয়েবসাইটি শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে।এখানে অনেক কিছু জিনিস খুব সুন্দর ভাবে বুঝানো হয়েছে। ওয়েবসাইটি দেখতে ইচ্ছে হলে এখানে ক্লিক করুন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুমিতাংশু দোয়শী ২৩/০৭/২০২২Bes kajer
-
সেলিম রেজা সাগর ১০/০২/২০২২সত্য বলেছেন।
-
সেলিম রেজা সাগর ১৯/১১/২০২১ঠিকই
-
জামাল উদ্দিন জীবন ১৭/১০/২০২১সুন্দর কথা মালা।
-
আমিনুল ইসলাম সৈকত ০৯/১০/২০২১সুন্দর তথ্য
-
সুব্রত ভৌমিক ০৪/১০/২০২১ভালো লাগলো।
শুভেচ্ছা রইলো। -
কে এন এন লিংকু ০৮/০৮/২০২১good link
-
সেলিম রেজা সাগর ০৩/০৮/২০২১সুন্দর
-
মোঃ বুলবুল হোসেন ১০/০৬/২০২১ভালো লাগলো
-
মোহাম্মদ মাইনুল ১৬/০৫/২০২১ধন্যবাদ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০৪/২০২১সুন্দর ইনফরমেশন,
দারুণ কানেকশন! -
নাসরীন আক্তার রুবি ০৬/০৪/২০২১অনেক ধন্যবাদ।
-
মো.রিদওয়ান আল হাসান ১৭/০৩/২০২১ভালো লাগলো জেনে
-
কবীর হুমায়ূন ১৫/১০/২০২০সামহোয়ারইন ব্লগও মনে হয় এ তালিকায় পড়ে। শুভ কামনা।
-
আব্দুর রহমান আনসারী ০৬/০৮/২০২০জানলাম অনেককিছু
-
জানবক্স খান ২৮/০৭/২০২০ভালো লিখেছেন। কষ্ট করে আরো নতুন কিছু লিখুন।
-
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ১৭/০৭/২০২০Good
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৭/০৬/২০২০অসম .....
-
সেলিম রেজা সাগর ০৮/০৫/২০২০সুন্দর
-
মার্শাল ইফতেখার আহমেদ ১৭/০৪/২০২০উপকৃত হলাম খুব। ধন্যবাদ।
-
হুসাইন দিলাওয়ার ১৫/০৪/২০২০বেশ
-
গাজী তারেক আজিজ ০২/০৪/২০২০কাজে আসবে
-
দীপঙ্কর বেরা ০৭/০২/২০২০দারুণ
জানলাম
ভাল লাগল -
কবি আরাফাত হোসেন ০৫/০২/২০২০খুব সুন্দর মতামত।
-
ফয়জুল মহী ০৪/০২/২০২০Good
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৪/০২/২০২০valuable