এবং তুমি
আমার আমিটা মূল্যহীন
তুমি না থাকার কারনে।
নীলাকাশ যদি হয় মেঘহীন
তবে বৃষ্টি চাই কেমনে?
বৃষ্টিহীন ফসলের জমি
হয়ে উঠে যেমন চৌচির,
তুমি বিহীন তেমনি আমি
ওগো হয়ে উঠি অস্থির।
একলা আমি শূন্য মাঠে,
শূন্যতায় ভরা আমার মন।
শূন্য তরী নদীর তটে,
বাঁধা থাকে সারাক্ষণ।
তুমি না থাকার কারনে।
নীলাকাশ যদি হয় মেঘহীন
তবে বৃষ্টি চাই কেমনে?
বৃষ্টিহীন ফসলের জমি
হয়ে উঠে যেমন চৌচির,
তুমি বিহীন তেমনি আমি
ওগো হয়ে উঠি অস্থির।
একলা আমি শূন্য মাঠে,
শূন্যতায় ভরা আমার মন।
শূন্য তরী নদীর তটে,
বাঁধা থাকে সারাক্ষণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৩/০৫/২০১৮ভালো থিম
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০২/০৫/২০১৮অনেক ভাল লাগল।
-
ন্যান্সি দেওয়ান ০২/০৫/২০১৮Nice.