দাদুর গল্প
দাদুর গল্প অল্প অল্প
শুনছি আমি রোজ।
সন্ধ্যার পরে রাত্রি বেলা
শেষ হয় যখন ভোজ।
ভুত-প্রেত্নী আর জীন পরীর দল
গল্পে থাকত রোজ।
ভয়গুলো সব অন্ধকারে
হয়ে যেত নিখোঁজ।
এখন দাদু আগের মতো
গল্প শোনায় না।
আমরাও তাকে গল্প বলতে
বায়না করি না।
অনেকদিন পর ইচ্ছে করেই
দাদু বলল, শোন্-
"গল্প তোদের শোনাব আজ
শিরোনাম তার খুন"
শুনে আমি চমকে উঠি
কৌতুহলীও বেশ।
বলল দাদু- খুন খারাপীর
হচ্ছে না আর শেষ।
কথায় কথায় গুলি করে
হারায় নির্দোষ প্রাণ।
জীন পরীদের চেয়েও এখন
শক্ত খুনীর জান।
তবে সব'চে মজার বিষয়
বলছি এবার শোন্-
খুনিরা সব থাকে নিখোঁজ
বন্ধ থাকে ফোন।
চোখের সামনে খুনি ঘুরে
অচেনা তার মুখ।
খুনী খুঁজে পায়না পুলিশ
জনগন উৎসুক।
শুনছি আমি রোজ।
সন্ধ্যার পরে রাত্রি বেলা
শেষ হয় যখন ভোজ।
ভুত-প্রেত্নী আর জীন পরীর দল
গল্পে থাকত রোজ।
ভয়গুলো সব অন্ধকারে
হয়ে যেত নিখোঁজ।
এখন দাদু আগের মতো
গল্প শোনায় না।
আমরাও তাকে গল্প বলতে
বায়না করি না।
অনেকদিন পর ইচ্ছে করেই
দাদু বলল, শোন্-
"গল্প তোদের শোনাব আজ
শিরোনাম তার খুন"
শুনে আমি চমকে উঠি
কৌতুহলীও বেশ।
বলল দাদু- খুন খারাপীর
হচ্ছে না আর শেষ।
কথায় কথায় গুলি করে
হারায় নির্দোষ প্রাণ।
জীন পরীদের চেয়েও এখন
শক্ত খুনীর জান।
তবে সব'চে মজার বিষয়
বলছি এবার শোন্-
খুনিরা সব থাকে নিখোঁজ
বন্ধ থাকে ফোন।
চোখের সামনে খুনি ঘুরে
অচেনা তার মুখ।
খুনী খুঁজে পায়না পুলিশ
জনগন উৎসুক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৫/২০১৮দাদুর ভাবনা।
-
পবিত্র চক্রবর্তী ০২/০৫/২০১৮ভালো হয়েছে এবং বক্তব্য পরিষ্কার । কিন্তু ছন্দের dike.নজর দিতে হবে । প্রথম অনুচ্ছেদে সন্ধ্যা আর রাত্রি তথা ভোজ কখন শেষ হয় সে বিষয়ে একটু স্পস্ট হতে হবে । ৪থ অনুচ্ছেদে ছন্দের অমিল ভীষন ।
৫ম - বেশ শব্দটা ছন্দের মিলের জন্য দুইবার বসে গড়বড় করেছে ॥ -
মোঃ নূর ইমাম শেখ বাবু ০১/০৫/২০১৮অসাধারন সুন্দর।
অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।