স্বপ্নজাল
আমি স্বপ্ন দেখি
কোন এক ষোড়শী
রোজ ডাকে আমায়
চোখের ইশারায়।
নিদ্রা থেকে উঠে
আমি দু'বাহু মেলে
জরিয়ে ধরি তারে
প্রীতির প্রান্তরে।
কত সুখ, শান্তি!
প্রীতির মাখামাখি
তুলনা নেই তার
পেতে চায় আবার
সবটুকু ক্লান্তি
নীলাকাশের মেঘে
আজ গিয়েছে মিশে
সে হারিয়েছে দিশে।
______(মাত্রাবৃত্ত)
কোন এক ষোড়শী
রোজ ডাকে আমায়
চোখের ইশারায়।
নিদ্রা থেকে উঠে
আমি দু'বাহু মেলে
জরিয়ে ধরি তারে
প্রীতির প্রান্তরে।
কত সুখ, শান্তি!
প্রীতির মাখামাখি
তুলনা নেই তার
পেতে চায় আবার
সবটুকু ক্লান্তি
নীলাকাশের মেঘে
আজ গিয়েছে মিশে
সে হারিয়েছে দিশে।
______(মাত্রাবৃত্ত)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৩/১১/২০১৭চমৎকার
-
আজাদ আলী ০১/১১/২০১৭Nice writing dear
-
সোলাইমান ০১/১১/২০১৭সুন্দর কিছু মানবিক জীবনবোধ উচ্চারিত হয়েছে আপনার লেখায়।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০১/১১/২০১৭ভাল হয়েছে ।
আময় / আমায়
জরিয়ে / জড়িয়ে -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০১/১১/২০১৭বেশ!
-
শাহিন আলম সরকার ০১/১১/২০১৭khubi valo lalgo.
suvecca