কেউ একজন
আমার যে খুব ইচ্ছে হয়,
কেউ একজন অপেক্ষা করুক
আমার জন্য।
আমি অফিস কিংবা বাহিরে যাবার পর
কেউ একজন ফোন করে বলুক,
বাসায় ফেরার সময়
আমার জন্য বেলী ফুলের মালা নিয়ে আসবে।
দেড়ি করে বাসায় ফিরলে
কেউ একজন খুব অভিমানে
হাজারটা প্রশ্ন করুক আমায়
কেন এত দেড়ি হলো?
কেউ একজন আমায়
এমনভাবে ভালোবাসুক
যাতে তার অনুপস্থিতি আমাকে
এক মুহুর্ত ভালো থাকতে না দেয়।
কেউ একজন আমায়
অযথায় বার বার বলুক
আমি তোমায় অনেক ভালোবাসি।
আমি যখন তাকে বলবো
কেন অযথা এতো ভালোবাসি, ভালোবাসি বলো?
তখন কেউ একজন আমায় বলুক
ভালোবাসার যে কোনো কারণ হয়না।
কেউ একজন
অন্যকারো জন্য নই,
শুধুমাত্র আমার জন্য সাজুক।
আমি যখন তাকে বলবো
এই তোমার কপাল থেকে টিপটা সরে গেছে,
চোখের কাজলটা লেপ্টে গেছে,
মুখটা ফ্যাঁকাসে হয়ে গেছে,
তখন একজন আমায় বলুক
এতই যদি আমায় দেখছো
তবে তা তোমার নিজ হাতেই ঠিক করে দাও।
কেউ একজন আমায় বলুক
তোমার সমস্ত কিছু জুড়ে
শুধুমাত্র আমিই থাকতে চাই।
কেউ একজন অপেক্ষা করুক
আমার জন্য।
আমি অফিস কিংবা বাহিরে যাবার পর
কেউ একজন ফোন করে বলুক,
বাসায় ফেরার সময়
আমার জন্য বেলী ফুলের মালা নিয়ে আসবে।
দেড়ি করে বাসায় ফিরলে
কেউ একজন খুব অভিমানে
হাজারটা প্রশ্ন করুক আমায়
কেন এত দেড়ি হলো?
কেউ একজন আমায়
এমনভাবে ভালোবাসুক
যাতে তার অনুপস্থিতি আমাকে
এক মুহুর্ত ভালো থাকতে না দেয়।
কেউ একজন আমায়
অযথায় বার বার বলুক
আমি তোমায় অনেক ভালোবাসি।
আমি যখন তাকে বলবো
কেন অযথা এতো ভালোবাসি, ভালোবাসি বলো?
তখন কেউ একজন আমায় বলুক
ভালোবাসার যে কোনো কারণ হয়না।
কেউ একজন
অন্যকারো জন্য নই,
শুধুমাত্র আমার জন্য সাজুক।
আমি যখন তাকে বলবো
এই তোমার কপাল থেকে টিপটা সরে গেছে,
চোখের কাজলটা লেপ্টে গেছে,
মুখটা ফ্যাঁকাসে হয়ে গেছে,
তখন একজন আমায় বলুক
এতই যদি আমায় দেখছো
তবে তা তোমার নিজ হাতেই ঠিক করে দাও।
কেউ একজন আমায় বলুক
তোমার সমস্ত কিছু জুড়ে
শুধুমাত্র আমিই থাকতে চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।