পথের শিশু
প্রত্যহের মত আজও এক রাত এলো ওদের কাছে,
খালি পেটে যারা পথের উপর শুয়ে আছে চোখবুজে,
ঘুরতে শহর নিশি প্রহর আমায় বলল রানার,
দেখছ বন্ধু, ভুখা, ক্লান্ত এ বঙ্গবাসী তোমার আমার।
খুঁজতে এসে রাতের শোভা দুঃখে ভরল প্রাণ,
এ যে বড়োই করুন ছবি বেদনার শুনি তান।
শুনছো বন্ধু, শিশুর কান্না ওই দেখ ফুটপথে,
হয়তো ক্ষুধায় মারা যাবে আজকে ও এই রাতে।
আহা,পাপ কথা বলতে যে নেই, এ কচি শিশুর প্রাণ।
হয়তো হবে, দুঃখ পাবে, পৃথ্বী হারাবে আরও এক প্রাণ,
এক-দুই-তিন হবে একদিন জগৎটা খান-খান।
ওই দেখ ওই দৃরে পথের ধারে কলের পার,
ছোট্ট ঐ অনাথ শিশু জলের জন্য খাচ্ছে আছাড়।
ওরা লড়াই করে জীবন গড়ে, হয়ে যাযাবর,
ওদের জন্য কেউ কাঁদেনা, কেউ করেনা আদর।।
খালি পেটে যারা পথের উপর শুয়ে আছে চোখবুজে,
ঘুরতে শহর নিশি প্রহর আমায় বলল রানার,
দেখছ বন্ধু, ভুখা, ক্লান্ত এ বঙ্গবাসী তোমার আমার।
খুঁজতে এসে রাতের শোভা দুঃখে ভরল প্রাণ,
এ যে বড়োই করুন ছবি বেদনার শুনি তান।
শুনছো বন্ধু, শিশুর কান্না ওই দেখ ফুটপথে,
হয়তো ক্ষুধায় মারা যাবে আজকে ও এই রাতে।
আহা,পাপ কথা বলতে যে নেই, এ কচি শিশুর প্রাণ।
হয়তো হবে, দুঃখ পাবে, পৃথ্বী হারাবে আরও এক প্রাণ,
এক-দুই-তিন হবে একদিন জগৎটা খান-খান।
ওই দেখ ওই দৃরে পথের ধারে কলের পার,
ছোট্ট ঐ অনাথ শিশু জলের জন্য খাচ্ছে আছাড়।
ওরা লড়াই করে জীবন গড়ে, হয়ে যাযাবর,
ওদের জন্য কেউ কাঁদেনা, কেউ করেনা আদর।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রসেনজিৎ বিশ্বাস ০৭/০৫/২০১৬ধন্যবাদ কবি প্রদীপ
-
প্রদীপ চৌধুরী. ২৯/০৪/২০১৬অসাধারণ
-
প্রসেনজিৎ বিশ্বাস ২৫/০৪/২০১৬Thanks to my all friends
-
মাহাবুব ১৮/০২/২০১৬দারুণ লেগেছে কবিতাটি কবি,
শুভেচ্ছা নিবেন জানি। -
হিরণ্য হারুন ১৭/০২/২০১৬ভালো চিত্রকল্প
-
অভিষেক মিত্র ১৭/০২/২০১৬ভালো।
-
পরশ ১৭/০২/২০১৬অবহেলাই এর জন্য দায়ী
-
গাজী তৌহিদ ১৭/০২/২০১৬কবিতাটির বিষয়বস্তু অসাধারণ!
-
দেবব্রত সান্যাল ১৫/০১/২০১৬আপনার অন্ত্যমিল ঠিক হচ্ছে না। কাছের সাথে , আছে , পাছে মেলে, বুজে নয়। তেমনি , রানারের সাথে আনার , জানার মেলে আমার নয়। রানারের প্রসঙ্গ কবিতায় স্পষ্ট নয়। এক স্তবকে তিন লাইন রেখেছেন , প্রাণের সাথে প্রাণ মিলিয়েছেন।
কবিতাটি যথেষ্ট ভাবুক , কিন্তু গুছিয়ে লিখতে হবে।
জানেন নিশ্চয়ই অনেক সংস্থা আছেন যারা পথ শিশুদের নিয়ে ভালো কাজ করছেন।