বিধবার ছেলে
ওই যে দূরে মাঠের পরে ছোট্ট একটি ছেলে,
আনমনে সে একলা বসে নানান কথা বলে।
কোথায় তাদের বাড়ি আছে কোথায় তার দেশ?
কোথায় তার মা রয়েছে পরে বিধবার বেশ।।
তুলসী তলায় এখন শুধু একটি প্রদীপ জ্বলে
মা যে তার সারাক্ষণই বাবার কথাই বলে।
আজ থেকে যে দশটি বছর হয়ে গেছে পার,
তারই মধ্যে লুকিয়ে আছে দুঃখের পাহাড়।।
মায়ের বুকে আশার খনি আজকে এ ছেলে,
ছোট্ট এ বালক যে আজ এসব কথা বলে।
এমাঠ হতে ঐ মাঠেতে সারাক্ষণই কাজ,
সকাল হয়ে দুপর গেল এখন এলো সাঁঝ।।
আনমনে সে একলা বসে নানান কথা বলে।
কোথায় তাদের বাড়ি আছে কোথায় তার দেশ?
কোথায় তার মা রয়েছে পরে বিধবার বেশ।।
তুলসী তলায় এখন শুধু একটি প্রদীপ জ্বলে
মা যে তার সারাক্ষণই বাবার কথাই বলে।
আজ থেকে যে দশটি বছর হয়ে গেছে পার,
তারই মধ্যে লুকিয়ে আছে দুঃখের পাহাড়।।
মায়ের বুকে আশার খনি আজকে এ ছেলে,
ছোট্ট এ বালক যে আজ এসব কথা বলে।
এমাঠ হতে ঐ মাঠেতে সারাক্ষণই কাজ,
সকাল হয়ে দুপর গেল এখন এলো সাঁঝ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ২০/০১/২০১৬ভাল
-
ধ্রুব রাসেল ২০/০১/২০১৬ভাল লিখেছেন।
-
মাহাবুব ১৯/০১/২০১৬সুন্দর হয়েছে কবিতাটা ,কবি।
-
মোবারক হোসেন ১৮/০১/২০১৬ভাল
-
দেবাশীষ দিপন ১৮/০১/২০১৬ভালো লাগলো।
-
প্রদীপ চৌধুরী ১৮/০১/২০১৬বেশ ভালোই লাগলো
-
দেবব্রত সান্যাল ১৪/০১/২০১৬ভাব , ভাষায় অনেক উন্নতির প্রয়োজন আছে। ছন্দ শেখার ও দরকার আছে। বানান শুদ্ধ করে নিন> খনি , বাড়ি।