এইতো জীবন
অসহ্য বেদনা, কান্তি, অবসাদে ঠাসা এ জীবনে
যখন নিজেকে প্রশ্ন করি কেন এ জীবন
কি চায় সে?
কি ই বা আছে আমার কাছে?
যেটুকু ছিল তা হারিয়েছি সেই কবেই।
যেই মূহুর্তে যখন দেখি প্রিয় মুখগুলো
তখন সব দূযোর্গ ভুলে গিয়ে বলি
কিসের দুঃশ্চিন্তা, ভয়,
সব তো ভালই আছে।
হয়তো তারা আছে বলেই বলি
"আহা! জীবন কতো সুন্দর!"
কিন্তু যখন দেখি সেই প্রিয় মুখগুলো ভাল নেই
লড়ছে নিয়তির সংগে
নিজেকে ভীষন নিঃস, অসহায় লাগে।
প্রিয় ফুল আহত হওয়ার বেদনা কি প্রাণে সয়?
ফুটা ফুল ঝরে যাবে এই তো নিয়ম
থেকে যাবে শুধু যে স্মৃতির ভুবন।
ফুল ঝরুক তবে তা যেন হয় ঠিক সময়ে
কভু যেন না ঝরে অসময়ে।
শাহ্জাদা আল-হাবীব
০৪.১১.২০১৭
যখন নিজেকে প্রশ্ন করি কেন এ জীবন
কি চায় সে?
কি ই বা আছে আমার কাছে?
যেটুকু ছিল তা হারিয়েছি সেই কবেই।
যেই মূহুর্তে যখন দেখি প্রিয় মুখগুলো
তখন সব দূযোর্গ ভুলে গিয়ে বলি
কিসের দুঃশ্চিন্তা, ভয়,
সব তো ভালই আছে।
হয়তো তারা আছে বলেই বলি
"আহা! জীবন কতো সুন্দর!"
কিন্তু যখন দেখি সেই প্রিয় মুখগুলো ভাল নেই
লড়ছে নিয়তির সংগে
নিজেকে ভীষন নিঃস, অসহায় লাগে।
প্রিয় ফুল আহত হওয়ার বেদনা কি প্রাণে সয়?
ফুটা ফুল ঝরে যাবে এই তো নিয়ম
থেকে যাবে শুধু যে স্মৃতির ভুবন।
ফুল ঝরুক তবে তা যেন হয় ঠিক সময়ে
কভু যেন না ঝরে অসময়ে।
শাহ্জাদা আল-হাবীব
০৪.১১.২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৮/১১/২০১৭অনবদ্য
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৬/১১/২০১৭খুব ভালো।
-
কে. পাল ০৬/১১/২০১৭Sundor
-
আব্দুল হক ০৬/১১/২০১৭হাবিব ভাই ভালো লিখার জন্য ধন্যবাদ!!
-
সোলাইমান ০৬/১১/২০১৭বাহ! অনেক সুন্দর...
কবিকে অনেক অনেক শুভেচ্ছা।। -
সুমন দাস। ০৫/১১/২০১৭ভালো