শুনতে কি পাও
রোজ সকালে তুমি জাগার আগে
ভোরের রবির সাথে আমিও যে বলি
"শুভ সকাল! তিলোত্তমা "
শুনতে কি পাও?
ঘুমের রাজ্যে হারাবার আগে
তোমার কপালে চুমু খেয়ে কানে কানে বলি
"শুভ রাত্রি! প্রিয়তমা "
শুনতে কি পাও?
কল্পযোগে তোমার পাশে থেকে
ফিসফিসিয়ে প্রতিনিয়ত বলি
"আমি তোমাকে ভালবাসি "
শুনতে কি পাও?
শাহ্জাদা আল-হাবীব
২৯.১০.২০১৭
ভোরের রবির সাথে আমিও যে বলি
"শুভ সকাল! তিলোত্তমা "
শুনতে কি পাও?
ঘুমের রাজ্যে হারাবার আগে
তোমার কপালে চুমু খেয়ে কানে কানে বলি
"শুভ রাত্রি! প্রিয়তমা "
শুনতে কি পাও?
কল্পযোগে তোমার পাশে থেকে
ফিসফিসিয়ে প্রতিনিয়ত বলি
"আমি তোমাকে ভালবাসি "
শুনতে কি পাও?
শাহ্জাদা আল-হাবীব
২৯.১০.২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ৩০/১০/২০১৭সুন্দর প্রকাশ
-
মধু মঙ্গল সিনহা ২৯/১০/২০১৭জীবনবোধের অনন্য অনুভব,অনেক শুভকামনা রইল প্রিয় কবি।
-
এম এম হোসেন ২৯/১০/২০১৭সুন্দর
-
সোলাইমান ২৯/১০/২০১৭দারুন সুন্দর লিখেছেন প্রিয় কবি। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল।
-
আজাদ আলী ২৯/১০/২০১৭Khub sundar likhechen