তুমি হবি
এই যে মেয়ে তুই কি আমার
চলার পথের সাথী হবি
হৃদয় ঘরের ছবি হবি
মেঘলা দিনের বারি হবি
চোখের ভারি অশ্রু হবি
সকালবেলার সূর্য হবি
বিকালবেলার পাখি হবি
রাতেরবেলার চন্দ্র হবি
এই যে মেয়ে তুই কি আমার
জোছনা দেখার সাথী হবি
বকুলফুলের মালা হবি
গোলাপের পাপড়ি হবি
হৃদয়েরই ছন্দ হবি
দুই চোখের মণি হবি
ঘুমের মাঝে স্বপ্ন হবি
দুঃখ-সুখে পাশে রবি
এই যে মেয়ে
তুই কি আমার 'তুমি' হবি?
শাহ্জাদা আল-হাবীব
২৬.১০.২০১৭
চলার পথের সাথী হবি
হৃদয় ঘরের ছবি হবি
মেঘলা দিনের বারি হবি
চোখের ভারি অশ্রু হবি
সকালবেলার সূর্য হবি
বিকালবেলার পাখি হবি
রাতেরবেলার চন্দ্র হবি
এই যে মেয়ে তুই কি আমার
জোছনা দেখার সাথী হবি
বকুলফুলের মালা হবি
গোলাপের পাপড়ি হবি
হৃদয়েরই ছন্দ হবি
দুই চোখের মণি হবি
ঘুমের মাঝে স্বপ্ন হবি
দুঃখ-সুখে পাশে রবি
এই যে মেয়ে
তুই কি আমার 'তুমি' হবি?
শাহ্জাদা আল-হাবীব
২৬.১০.২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৯/১০/২০১৭
-
আজাদ আলী ২৮/১০/২০১৭Valoi laglo
-
সন্দীপন পাল ২৮/১০/২০১৭শুধুউপভোগ করলাম। ভালো থাকবেন।
-
কাজী জুবেরী মোস্তাক ২৮/১০/২০১৭ভালো লাগলো
শুভেচ্ছা ও অভিনন্দন।