ঘুমকুমারী
ঘুমিয়ে যাও ঘুমকুমারী
ঘুমিয়ে যাও তুমি!
এতো রাত জেগে জেগে
করবে কি টা শুনি
ঘুমিয়ে যাও তুমি!
জেগে জেগে হয়ে ভ্রষ্ট
করবে শুধুই সময় নষ্ট!
তার চেয়ে বরং স্বপ্ন সাজাও
হরেক রকম বাজনা বাজাও!
পারলে বাজাও বিষের বাঁশি
হয়ে উঠো সর্বগ্রাসী!
খেলতে পারো খেলনা নিয়ে
দিতে পারো পুতুলের বিয়ে
সংগে শুধু আমায় নিয়ে
জোছনা মাখা আলো দিয়ে
গায়ে মাখো সুখ
স্বপন রাজ্যে কেও দিবেনা দুখ।
শাহ্জাদা আল-হাবীব
২৪.১০.২০১৭
ঘুমিয়ে যাও তুমি!
এতো রাত জেগে জেগে
করবে কি টা শুনি
ঘুমিয়ে যাও তুমি!
জেগে জেগে হয়ে ভ্রষ্ট
করবে শুধুই সময় নষ্ট!
তার চেয়ে বরং স্বপ্ন সাজাও
হরেক রকম বাজনা বাজাও!
পারলে বাজাও বিষের বাঁশি
হয়ে উঠো সর্বগ্রাসী!
খেলতে পারো খেলনা নিয়ে
দিতে পারো পুতুলের বিয়ে
সংগে শুধু আমায় নিয়ে
জোছনা মাখা আলো দিয়ে
গায়ে মাখো সুখ
স্বপন রাজ্যে কেও দিবেনা দুখ।
শাহ্জাদা আল-হাবীব
২৪.১০.২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৮/১০/২০১৭চিরন্তন বোধের কথা কবিতায় ফুটে উঠেছে। ভালো থাকুন কবি।।
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ২৭/১০/২০১৭খুব সুন্দর দারুন
-
আব্দুল হক ২৭/১০/২০১৭আমার প্রিয় কাজ ঘোমানো আর গোসল না করা!!
-
তাবেরী ২৭/১০/২০১৭সুন্দর
-
আজাদ আলী ২৭/১০/২০১৭Valo vabna
-
কামরুজ্জামান সাদ ২৭/১০/২০১৭ছন্দের কিছু দুর্বলতা লক্ষণীয়।যেমন,শুনি>তুমি।তবে ভাবের দিক থেকে কবিতাটি অনবদ্য ছিলো।বানানে সতর্ক হওয়া প্রয়োজন।[নস্ট>>নষ্ট]