www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হিসু

আমি ছোট্ট , দুধের শিশু
বিছানাতে তাই করি হিসু ।

উনি বাপু বুড়ো , থুরথুরো
করে ফেলে করে – তাড়াহুড়ো ।।

ডাকাবুকো তুমি মশাই ,
পুরুষ – মদ্দ , নয়তো গোঁসাই !

তবে কেন হে মাঝরাতে
কেনই বা কর ? স্যঁতস্যঁতে !

তবে কি ........................
ইস ! ছি ! এ মা ! একি !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৯/২০১৮

 
Quantcast