www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লয়

শীতে নদী খাল বিল
নীরবে বয় তিল তিল ।
গ্রীস্মে নদী খাল বিল
বক্ষে মেলে নুড়ি শীল ।
বর্শায় নদী খাল বিল
হেসে ওঠে খিল খিল ।।


গ্রীস্মে বন পশু পাখি
মেলে সূর্যে আঁখে আঁখি ।
বর্শায় বন পশু পাখি
মেলে হাত ডানা শাখি ।
শীতে বন পশু পাখি
খুশি মনে ডাকা ডাকি ।।


বর্শায় টিলা ঢিবি পাহাড়
ভোলে কবে কখন কাহার –
শীতে টিলা ঢিবি পাহাড়
খোঁজ রুজি রোজের আহার ।
গ্রীস্মে টিলা ঢিবি পাহাড়
রোদে চাক চিক্যের বাহার ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৮/২০১৮

মন্তব্যসমূহ

 
Quantcast