নতুন ঠিকানা
আমি আগের ঠিকানায় আছি,
হয়তো তুমি আসবেনা, হয়তোবা আসবে,
আমাকে তুমি দেখতে পাবে
সেই নিজেরই কাছাকাছি।
আমি আগের মতনই বসে আছি
বসে ভাবছি তোমার কথা-
শত হাসি, কান্না আর ব্যাথা
আমাকে ঘিরে রয়েছে পাশাপাশি।
আমি আগের কলমেই লিখছি
তোমাকে, তোমার কথা, তোমার তাকানো,
ভাবনাগুলো এলোমেলো হয়ে যায় কখনো কখনো
তাই তো নেই আর তুমি আমার কাছাকাছি।
আমি আগের মতই
রয়েছি একাকী বসে
কিন্তু রয়েছে তফাত এখন এইটুকুই যে
এখন শুধু তুমি আর নেই আমার পাশে।
সত্যি কথা বলতে কি জানো?
আমি আগের থেকে অনেক বদলে গেছি,
আমার জীবন প্রদিপ নিভেছে,
শরীর ছেরে অনেক দূরে এসেছি
পাগলের মতো শুধু তোমাকেই খুজেছি,
পাইনি তো কোথাও খুঁজে!
তাইতো চলে এসেছি পৃথিবী ছেরে
হ্যাঁ, আজ আমি এক নতুন ঠিকানায় এসেছি......
হয়তো তুমি আসবেনা, হয়তোবা আসবে,
আমাকে তুমি দেখতে পাবে
সেই নিজেরই কাছাকাছি।
আমি আগের মতনই বসে আছি
বসে ভাবছি তোমার কথা-
শত হাসি, কান্না আর ব্যাথা
আমাকে ঘিরে রয়েছে পাশাপাশি।
আমি আগের কলমেই লিখছি
তোমাকে, তোমার কথা, তোমার তাকানো,
ভাবনাগুলো এলোমেলো হয়ে যায় কখনো কখনো
তাই তো নেই আর তুমি আমার কাছাকাছি।
আমি আগের মতই
রয়েছি একাকী বসে
কিন্তু রয়েছে তফাত এখন এইটুকুই যে
এখন শুধু তুমি আর নেই আমার পাশে।
সত্যি কথা বলতে কি জানো?
আমি আগের থেকে অনেক বদলে গেছি,
আমার জীবন প্রদিপ নিভেছে,
শরীর ছেরে অনেক দূরে এসেছি
পাগলের মতো শুধু তোমাকেই খুজেছি,
পাইনি তো কোথাও খুঁজে!
তাইতো চলে এসেছি পৃথিবী ছেরে
হ্যাঁ, আজ আমি এক নতুন ঠিকানায় এসেছি......
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এফ সাকি ১৮/০২/২০১৪অপূর্ব!যে ছাড়া ছেরেছেন আমার তো বিশ্বাস হচ্ছে না।