কে বেসেছিল ভালো
সে ভালবাসেনি,
যদিও প্রতিদিন হাত ধরে মুখো-মুখি বসে থাকা
যদিও রাত-ভোর ফোনে ফোনে অহেতুক গল্প,
যদিও কাল্পনিক সব কল্পনায় নিজেকে ব্যাস্ত রাখা।
ভালবেসেছি আমি,
যদিও মুখ ফুটে কোনদিন উচ্চারণ করিনি
যদিও কখনো প্রেমিকের মতো আচরন করিনি
যদিও তার কোমল ঠোঁটে কখনও ভালোবাসা ছোঁয়াইনি।
সে কথা রাখেনি,
যদিও কথা রাখার মতো কথা কখনই সে দেয়নি
যদিও আমাদের ভাবা স্বপ্নগুলো সে ভুলে গেছে
যদিও কোন কথা সে কিছুই মনে রাখেনি
আমি কথা রেখেছি,
যদিও কথা রাখা কখনই আমার অভ্যাস ছিল না
যদিও মন থেকে তার স্মৃতি মুছে ফেলার হাজার চেষ্টা করি
যদিও প্রত্যেক বারই ব্যর্থ হয়ে পরি।
তুমিই বলো,
কে বেসেছিল ভালো?
কেন আমায় ছেরে চলে গেলো?
যখন ওই চলে গেলো,
তখন আমি থেকে আর কি করবো বলো......
যদিও প্রতিদিন হাত ধরে মুখো-মুখি বসে থাকা
যদিও রাত-ভোর ফোনে ফোনে অহেতুক গল্প,
যদিও কাল্পনিক সব কল্পনায় নিজেকে ব্যাস্ত রাখা।
ভালবেসেছি আমি,
যদিও মুখ ফুটে কোনদিন উচ্চারণ করিনি
যদিও কখনো প্রেমিকের মতো আচরন করিনি
যদিও তার কোমল ঠোঁটে কখনও ভালোবাসা ছোঁয়াইনি।
সে কথা রাখেনি,
যদিও কথা রাখার মতো কথা কখনই সে দেয়নি
যদিও আমাদের ভাবা স্বপ্নগুলো সে ভুলে গেছে
যদিও কোন কথা সে কিছুই মনে রাখেনি
আমি কথা রেখেছি,
যদিও কথা রাখা কখনই আমার অভ্যাস ছিল না
যদিও মন থেকে তার স্মৃতি মুছে ফেলার হাজার চেষ্টা করি
যদিও প্রত্যেক বারই ব্যর্থ হয়ে পরি।
তুমিই বলো,
কে বেসেছিল ভালো?
কেন আমায় ছেরে চলে গেলো?
যখন ওই চলে গেলো,
তখন আমি থেকে আর কি করবো বলো......
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ১৮/০৯/২০১৩দারুন প্রেমের চাওয়া পাওয়ায় জড়িয়ে কাব্য
-
মাহমুদ নাহিদ ১৮/০৯/২০১৩ভালো লাগলো তবে বানান এর দিকে খেয়াল রাখবেন ।
-
ইব্রাহীম রাসেল ১৮/০৯/২০১৩--আবেগ তাড়িত কাব্য, আরো বেশি গভীরতা চাই।--
-
সালমান মাহফুজ ১৮/০৯/২০১৩সুন্দর প্রেমের কবিতা । তবে গতানুগতিক মনে হল । আরেকটু ভিন্নতা আনতে পারলে পাঠকের মুগ্ধতা আরো বেড়ে যেত ।
-
ওয়াহিদ ১৮/০৯/২০১৩খুব ভালো লাগলো আপনার কবিতা ....