আমি কবি নই
আমি কবি নই, নইবা কোনো সম্পাদক,
আমি হলাম শুধু আমার মনের কথার প্রকাশক!
হয়তো পাবেনা আমার কবিতায় কোন ছন্দ,
হতে পারে কবিতাগুলো লাগবে তোমার মন্দ।
আমি যা লিখি তা সবই সত্যি ঘটনা
হয়তো আছে তার সাথে কিছু কল্পনা!
বসে আমি লিখি যখন খাতায় কলমে,
পুরনো সব স্মৃতি গুলো পরে যায় মনে।
কলম আমার থামিয়ে দেয় লেখা
কারন সে হয়ে পরে বড়ই যে একা!
আমি তখন বলি তাকে,
“বিশ্বাস করিস না তুই আমাকে?”
যেরকম ভাবে আমি হয়েছি অসহায়,
সেরকম তোকে হতে দেবোনা।
থাকিস কেন সর্বদা তুই চিন্তায়?
আমি কেন লিখি তা আমি নিজেই জানি না,
কিন্তু কি করবো লিখতে ইচ্ছে করে, মন মানে না!
তাইতো আমি বলি যে-
আমি কবি নই নইবা কোনো সম্পাদক,
আমি হলাম শুধু আমার মনের কথার প্রকাশক!
আমি হলাম শুধু আমার মনের কথার প্রকাশক!
হয়তো পাবেনা আমার কবিতায় কোন ছন্দ,
হতে পারে কবিতাগুলো লাগবে তোমার মন্দ।
আমি যা লিখি তা সবই সত্যি ঘটনা
হয়তো আছে তার সাথে কিছু কল্পনা!
বসে আমি লিখি যখন খাতায় কলমে,
পুরনো সব স্মৃতি গুলো পরে যায় মনে।
কলম আমার থামিয়ে দেয় লেখা
কারন সে হয়ে পরে বড়ই যে একা!
আমি তখন বলি তাকে,
“বিশ্বাস করিস না তুই আমাকে?”
যেরকম ভাবে আমি হয়েছি অসহায়,
সেরকম তোকে হতে দেবোনা।
থাকিস কেন সর্বদা তুই চিন্তায়?
আমি কেন লিখি তা আমি নিজেই জানি না,
কিন্তু কি করবো লিখতে ইচ্ছে করে, মন মানে না!
তাইতো আমি বলি যে-
আমি কবি নই নইবা কোনো সম্পাদক,
আমি হলাম শুধু আমার মনের কথার প্রকাশক!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ওয়াহিদ ১৮/০৯/২০১৩
-
প্রকাশ রায় ১৮/০৯/২০১৩মন্তব্য করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ......
-
Înšigniã Āvî ১৭/০৯/২০১৩খুব ভালো লাগলো..... নিজেকে খুঁজে পেলাম এ কবিতায়,
আমিও শুধু মনের কথার প্রকাশক এখনো কবি হতে পারিনি । -
ইব্রাহীম রাসেল ১৭/০৯/২০১৩--বেশ মজা পেয়েছি, এবং ছন্দময় তো বটেই---
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৭/০৯/২০১৩পড়ে মনে হলো নিজের কথা গুলো ই যেন বলছে কবি।ধন্যবাদ কবি।
ভালো লাগলো গো দাদা ,শুভেচ্ছা রেখে গেলাম এই কবিতাই ।