মিথ্যা প্রেমের দ্বার
চলে গেছো যত আমার থেকে দূরে তুমি,
হয়ে গেছি তত অসহায় ধীরে ধীরে আমি।
কাল ছিলে আমার পাশে হাতে হাত নিয়ে বসে,
আজ রয়েছ হয়তো অন্য কারোর পাশে বসে
যার সাথেই থাকো ভালো থেকো, এই কামনাই করি,
ভুলিই করেছি যদি ক্ষমা প্রার্থনা করি!
কিন্তু একটা প্রশ্নের উত্তর সন্ধানেতে আমি,
পেলাম না খুঁজে, হয়তো উত্তরটা জানো তুমি!
কেন হঠাৎ এ পরিবর্তনের মুখোস তোমার?
কেটেছে যত দিন-সময় আমার সাথে তোমার,
একবারও কি তুমি সে কথা মনে করবে না?
দিয়েছিলে তো কথা ছেরে যাবে না
সত্যিই কি মনে পরে না, দিনগুলোর কথা!
পারলে তুমি আমায় দিতে এতবড়ো ব্যথা!
পাশাপাশি বসে হতো কত কথা-গল্প,
যদিও সময় বরাদ্দ থাকতো খুবই অল্প!
শুধুমাত্র একটা প্রশ্ন তোমায় আমার জেনো,
যদি নাই বাসবে ভালো, তবে আসলে কেন?
তবে অভিমানী নও তুমি, এক দক্ষ নটী!
প্রতারণা আর অপমানে ভাঙলে আমার কটী।
জানি নেই আজ তোমার কাছে তোমার কাছে কোন সদুত্তর।
আর থাকলেও নেই সময় যে খেলব প্রশ্নোত্তর!
তবে একটা অনুরোধ তোমার কাছে রাখতে চাই
আবার যদি জন্ম নি, আমার যদি তোমার দেখা পাই,
সেদিন মুখ ঢেকো নির্লজ্জতায়, শ্বাস রেখ বন্ধ
যেন কোন মতে পাইনা আমি তোমার গন্ধ।
আমি যাচ্ছি আজকে-এখন মৃত্যুর দোয়ারে,
আশা করছি পরের জনমে যেন এই দিনগুলো না আসে ফিরে
যদি ভুলবশত হয়ে যায় দেখা তোমার সাথে আবার
তাহলে দয়া করে খুলোনা সামনে আমার
এরকম তোমার মিথ্যা প্রেমের দ্বার।।
হয়ে গেছি তত অসহায় ধীরে ধীরে আমি।
কাল ছিলে আমার পাশে হাতে হাত নিয়ে বসে,
আজ রয়েছ হয়তো অন্য কারোর পাশে বসে
যার সাথেই থাকো ভালো থেকো, এই কামনাই করি,
ভুলিই করেছি যদি ক্ষমা প্রার্থনা করি!
কিন্তু একটা প্রশ্নের উত্তর সন্ধানেতে আমি,
পেলাম না খুঁজে, হয়তো উত্তরটা জানো তুমি!
কেন হঠাৎ এ পরিবর্তনের মুখোস তোমার?
কেটেছে যত দিন-সময় আমার সাথে তোমার,
একবারও কি তুমি সে কথা মনে করবে না?
দিয়েছিলে তো কথা ছেরে যাবে না
সত্যিই কি মনে পরে না, দিনগুলোর কথা!
পারলে তুমি আমায় দিতে এতবড়ো ব্যথা!
পাশাপাশি বসে হতো কত কথা-গল্প,
যদিও সময় বরাদ্দ থাকতো খুবই অল্প!
শুধুমাত্র একটা প্রশ্ন তোমায় আমার জেনো,
যদি নাই বাসবে ভালো, তবে আসলে কেন?
তবে অভিমানী নও তুমি, এক দক্ষ নটী!
প্রতারণা আর অপমানে ভাঙলে আমার কটী।
জানি নেই আজ তোমার কাছে তোমার কাছে কোন সদুত্তর।
আর থাকলেও নেই সময় যে খেলব প্রশ্নোত্তর!
তবে একটা অনুরোধ তোমার কাছে রাখতে চাই
আবার যদি জন্ম নি, আমার যদি তোমার দেখা পাই,
সেদিন মুখ ঢেকো নির্লজ্জতায়, শ্বাস রেখ বন্ধ
যেন কোন মতে পাইনা আমি তোমার গন্ধ।
আমি যাচ্ছি আজকে-এখন মৃত্যুর দোয়ারে,
আশা করছি পরের জনমে যেন এই দিনগুলো না আসে ফিরে
যদি ভুলবশত হয়ে যায় দেখা তোমার সাথে আবার
তাহলে দয়া করে খুলোনা সামনে আমার
এরকম তোমার মিথ্যা প্রেমের দ্বার।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৫/০৯/২০১৩ভালো লাগলো