কষ্ট একাই পাচ্ছি
আমি হলাম এক দুঃখের পথিক,
কখন কিভাবে যে দুঃখ পাই তার নাই ঠিক!
এক সময় ছিল যখন আমিও করতাম,
সকলেরই মতন হাঁসি, মজা, আনন্দ
কিন্তু এখন যে আমি বড়ই ক্লান্ত।
দুঃখ, কষ্ট, বেদনা আমাকে গ্রাস করেছে,
ধীরে ধীরে আমাকে মেরে ফেলছে।
যার জন্য এত কষ্ট, এত দুঃখ
সে কি আদও আমার জন্য কষ্ট পায়?
অথবা, কি কখনও চোখের জলে মনের কষ্ট ভাসায়?
সবথেকে একটাই বড় প্রশ্ন আমার
যা ভেবে করে দিই রাত-দিন কাবার,
কি ভুল করেছিলাম আমি, যে তুমি এরকম করলে?
এতটা পথ এসে, মনকে এত মিথ্যা স্বপ্ন দেখিয়ে
আমার কাছ থেকে এত দূরে চলে গেলে।
কিন্তু ভেবোনা যে তোমাকে দোষ দিচ্ছি!
ক্ষমা করো আমাকে এগুলো বলার জন্য,
কারন কষ্ট তো আমি একাই পাচ্ছি।
আশা করি তোমার জীবন হল ধন্য
কষ্ট পেয়োনা কোনদিন কারোর জন্য,
কারন কষ্টের জীবন সে যে বড়ই জঘন্য।
তাই চললাম এই জঘন্য জীবন ছেরে,
দেখি যদি শান্তি পাই মরে।।
কখন কিভাবে যে দুঃখ পাই তার নাই ঠিক!
এক সময় ছিল যখন আমিও করতাম,
সকলেরই মতন হাঁসি, মজা, আনন্দ
কিন্তু এখন যে আমি বড়ই ক্লান্ত।
দুঃখ, কষ্ট, বেদনা আমাকে গ্রাস করেছে,
ধীরে ধীরে আমাকে মেরে ফেলছে।
যার জন্য এত কষ্ট, এত দুঃখ
সে কি আদও আমার জন্য কষ্ট পায়?
অথবা, কি কখনও চোখের জলে মনের কষ্ট ভাসায়?
সবথেকে একটাই বড় প্রশ্ন আমার
যা ভেবে করে দিই রাত-দিন কাবার,
কি ভুল করেছিলাম আমি, যে তুমি এরকম করলে?
এতটা পথ এসে, মনকে এত মিথ্যা স্বপ্ন দেখিয়ে
আমার কাছ থেকে এত দূরে চলে গেলে।
কিন্তু ভেবোনা যে তোমাকে দোষ দিচ্ছি!
ক্ষমা করো আমাকে এগুলো বলার জন্য,
কারন কষ্ট তো আমি একাই পাচ্ছি।
আশা করি তোমার জীবন হল ধন্য
কষ্ট পেয়োনা কোনদিন কারোর জন্য,
কারন কষ্টের জীবন সে যে বড়ই জঘন্য।
তাই চললাম এই জঘন্য জীবন ছেরে,
দেখি যদি শান্তি পাই মরে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ দাউদ ১৪/০৯/২০১৩
শুভ কামনা