প্রকাশ রায়
প্রকাশ রায়-এর ব্লগ
-
আমি আগের ঠিকানায় আছি,
হয়তো তুমি আসবেনা, হয়তোবা আসবে,
আমাকে তুমি দেখতে পাবে
সেই নিজেরই কাছাকাছি। [বিস্তারিত] -
সে ভালবাসেনি,
যদিও প্রতিদিন হাত ধরে মুখো-মুখি বসে থাকা
যদিও রাত-ভোর ফোনে ফোনে অহেতুক গল্প,
যদিও কাল্পনিক সব কল্পনায় নিজেকে ব্যাস্ত রাখা। [বিস্তারিত] -
আমি কবি নই, নইবা কোনো সম্পাদক,
আমি হলাম শুধু আমার মনের কথার প্রকাশক!
হয়তো পাবেনা আমার কবিতায় কোন ছন্দ,
হতে পারে কবিতাগুলো লাগবে তোমার মন্দ। [বিস্তারিত] -
আজ অনেকদিন পর আবার দেখলাম তোমাকে
মুখ ঘুরিয়ে নিলে, চলে গেলে দূরে তুমি দেখে আমাকে।
তোমার রাগ, তোমার জেদ্ তুমি দেখাতে চাইছো,
তুমি পাল্টাওনি সেই আগের মতনই আছো। [বিস্তারিত] -
চলে গেছো যত আমার থেকে দূরে তুমি,
হয়ে গেছি তত অসহায় ধীরে ধীরে আমি।
কাল ছিলে আমার পাশে হাতে হাত নিয়ে বসে,
আজ রয়েছ হয়তো অন্য কারোর পাশে বসে [বিস্তারিত] -
আমি হলাম এক দুঃখের পথিক,
কখন কিভাবে যে দুঃখ পাই তার নাই ঠিক!
এক সময় ছিল যখন আমিও করতাম,
সকলেরই মতন হাঁসি, মজা, আনন্দ [বিস্তারিত]