প্রভাত আলোয়
পুবের কোল যে আলোয় ভরে উঠলো প্রভাত রবি,
নতুন স্বপ্ন মেললো ডানা আঁকলো নতুন ছবি।
মুছে দিলো বিষাদ যত পশ্চিমের ওই কোণে,
উঠলো গেয়ে মুক্ত পাখি ঘন সবুজ বনে।
বাড়িয়ে হাত নিলাম তাকে আমি বরণ করে,
ধুয়ে গেল মনের কলুষ রঙিন আলোয় ভোরে।
আলোকেরই ঝর্ণাধারায় নতুন গানের সুরে
মেঘের ভেলায় দুঃখ যত ভেসে গেল দূরে।
মাতলো নদী মাতলো পাহাড় আঁধার রাতের শেষে
গাছের শাখা ফুলের কুঁড়ি উঠলো যে তাই হেসে।
নতুন স্বপ্ন মেললো ডানা আঁকলো নতুন ছবি।
মুছে দিলো বিষাদ যত পশ্চিমের ওই কোণে,
উঠলো গেয়ে মুক্ত পাখি ঘন সবুজ বনে।
বাড়িয়ে হাত নিলাম তাকে আমি বরণ করে,
ধুয়ে গেল মনের কলুষ রঙিন আলোয় ভোরে।
আলোকেরই ঝর্ণাধারায় নতুন গানের সুরে
মেঘের ভেলায় দুঃখ যত ভেসে গেল দূরে।
মাতলো নদী মাতলো পাহাড় আঁধার রাতের শেষে
গাছের শাখা ফুলের কুঁড়ি উঠলো যে তাই হেসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।